দীর্ঘ রাত - মোশাররফ মাতুব্বর
দীর্ঘ রাত -  মোশাররফ মাতুব্বর

রাতগুলো নদীর মতো দীর্ঘ হয়

মৃত্যু কেবলই দূরে দূরে যায়।

সহস্র দামে কেনা অল্প কিছু সুখ পায়ে পায়ে রয়।

হায় তবুও একজীবনে তোমাকে বুঝা হল দায়!

কতটা দূরে যেতে পারো যতটা আমি থাকি,

তারচেয়ে না হয় ছেড়ে যাবার সন্ধি করি।

আমাকে নিয়ে যতবার খেলেছো ভুল পথে,

মানুষ ভাগ‍্যগুনে জন্মায় অতবার।

ভালো রাখার নাম করে তুলে দিয়েছো ভুল রথে।

কষ্টগুলো তাই ফিরে ফিরে আসে অজস্রবার।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান