দুটি কবিতা - সমরজিৎ সিংহ
দুটি কবিতা - সমরজিৎ সিংহ

কবি : সমরজিৎ সিংহ

১.

আমার সকল চিঠি ভুল ঠিকানায় 
গেছে । ডাকঘরহীন এই শহরের 
ক্যুরিয়ারগুলি মৃত ঘোড়াদের মত শুয়ে আছে
দূরের কবরে । 
ঐ কবর থেকে উঠে আসে শৈত্যপ্রবাহের মত
মরা ঝাউপাতা । চিঠিগুলি 
প্রেতযাদুঘরে, এ কথা রটেছে পাখিদের শিসে,
জানে না প্রাপক ।

২.

যুদ্ধ লেগে গেলে আমাদের যা যা লাভ,
তা ক্ষতির চেয়ে বেশি
আমরা এই সুযোগে মিলিটারি ব্যারাকের পেছনে বসব
কেউ তাকাবে না, সবাই তখন ব্যস্ত যুদ্ধ নিয়ে
বাজার আগুন বলে মনে মনে গালি দেবে লোকে
আমরা তখন আবিষ্কার করছি খনিজ নুন
তুমি লোহা গলে যাওয়া তরল পদার্থ
আকাশ কাঁপিয়ে উড়ে যাচ্ছে
বোমারু বিমান, স্কুল ছুটি দিয়ে দিদিমনিগণ
চলে গেছে নিজস্ব খোঁয়াড়ে
কবর খোঁড়ার মত আমি খুঁড়ে যাচ্ছি 
তোমার বদ্বীপে, স্কুল পালিয়ে এসেছে ক্লাস নাইনের মেয়ে
যুদ্ধের সময় সংবিধান থাকে না
মিলিটারি ব্যারাকের পেছনে, জঙ্গলে, টিলা জুড়ে
আমরা প্রস্তুতি নিচ্ছি তৃতীয় যুদ্ধের
দূর থেকে ভেসে আসছে রকেট লাঞ্চারের শব্দ
উড়ে যাচ্ছে ফ্রান্স থেকে কিনে আনা বিধ্বংসী গোলা
ঝলসে উঠছে মাঠ, বানে ভেসে যাচ্ছে
সাবমেরিনের দিকে ঘন ঝোঁপে ঘেরা নদীটিও
যুদ্ধ লেগে গেছে, আমাদের এবার পায় কে ?

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান