দুটি সম্মাননা পেলেন দীপংকর দীপক
দুটি সম্মাননা পেলেন দীপংকর দীপক


সাহিত্যিক-সাংবাদিক দীপংকর দীপক সম্প্রতি দুটি সম্মাননা অর্জন করেছেন। সাহিত্য-সংষ্কৃতি ও সাংবাদিকতায় অবদান রাখার জন্য এ সম্মাননায় ভূষিত হন তিনি। এগুলো হচ্ছে, ‘বিশ্বভরা প্রাণ সম্মাননা’ ও ‘কান্দি ইউনিয়ন যুবসংঘ স্মারক সম্মাননা’। 
‘বিশ্বভরা প্রাণ’ সংগঠনটি শিল্প-সাহিত্য চর্চার জন্য দুই বাংলাতে ইতিমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ‘কান্দি ইউনিয়ন যুবসংঘ’ সম্প্রতি প্রতিষ্ঠার রজতজয়ন্তী উৎসব পালন করেছে। সংগঠনটি এলাকায় শিল্প-সংস্কৃতিসহ জনউন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। 
সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে সাহিত্যিক-সাংবাদিক দীপংকর দীপক বলেন, ‘গত দুই মাসে পরপর এ সম্মননা দুটি পেয়েছি। সুপ্রতিষ্ঠিত দুটি সংগঠনের কাছ থেকে সম্মাননা পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আশা করি, এ সম্মাননার মর্যাদা অক্ষুন্ন রেখে আগামীতেও আমি প্রগতির পথ ধরে চলতে সক্ষম হবো।’
এ পর্যন্ত দীপংকর দীপকের ডজনখানেক বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘বুনো কন্যা’, ‘নাস্তিকের অপমৃত্যু’ ও ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’ পাঠকমহলে বেশ প্রশংসিত হয়েছে। তা ছাড়া তাঁর সিক্যুয়াল কাব্যগ্রন্থ ‘নিষিদ্ধ যৌবন-প্রথম খণ্ড’ এবং ‘নিষিদ্ধ যৌবন-দ্বিতীয় খণ্ড’ও পাঠকপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ গত বইমেলায় প্রকাশ পেয়েছে তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ ‘হে বঙ্গ’। ৪১টি দেশাত্মবোধক কবিতা নিয়ে সাজানো হয়েছে বইটি। চলতি বছর তাঁর একটি প্রবন্ধগ্রন্থ বাজারে আসবে।  
এদিকে কিছুদিন আগে ‘অন্ন কিংবা আত্মহত্যা’ শিরোনামে দীপকের একটি নাটক প্রচারিত হয়েছে। এ ছাড়া মাস দুয়েক আগে তাঁর লেখা ‘সোনার দেশে জনম আমার মাগো’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান প্রকাশিত হয়েছে। শিগগিরই তাঁর লেখা আরো দুটি দেশাত্মবোধক গান ও একটি চিত্রকাব্য প্রকাশিত হবে। 
সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে দীপংকর দীপক এর আগে ‘বেগম রোকেয়া সাহিত্য সম্মাননা’, ‘সোনার বাংলা সম্মাননা’সহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান