দৃষ্টিহীনের বসন্ত - আনিসুল হক
কবি : আনিসুল হক
আমি ব্রেইল পদ্ধতিতে তোমাকে পড়ছি পলাশ
আমি ব্রেইল পদ্ধতিতে তোমাকে পড়ছি শিমুল
আমি ব্রেইল পদ্ধতিতে তোমাকে পড়ছি কোকিল
আমি ব্রেইল পদ্ধতিতে তোমাকে পড়ছি রোদন
আমি ব্রেইল পদ্ধতিতে তোমাকে পড়ছি বিরহ
আজ বসন্ত! আমার দুচোখের দৃষ্টি
কেড়ে নিয়ে ভালোই করেছ ঈশ্বর
আমি ব্রেইল পদ্ধতিতে তোমাকেই পড়ছি!