দ্বিতীয় দিনেও ঢাকা লিট ফেস্টে সাহিত্যপ্রেমীদের মিলনমেলা
দ্বিতীয় দিনেও ঢাকা লিট ফেস্টে সাহিত্যপ্রেমীদের মিলনমেলা

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সাহিত্যের মিলনমেলা ঢাকা লিট ফেস্ট-২০১৮। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই মিলনমেলার আজ ছিলো দ্বিতীয় দিন। তিনদিন ব্যাপী এই লিট ফেস্ট চলবে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত।

দেশি-বিদেশি সাহিত্যিকদের আগমনে শরৎ এর বিকেল ছিলো যেন অন্যরকম। বাংলা একাডেমি প্রাঙ্গণে শুধু সাহিত্যিক নয় অভিনেতা, রাজনীতিক, গবেষক, লেখক, অনুবাদক ও শিক্ষাবিদদের পদচারণায় মুখরিত ছিল। বিকেলে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। লিট ফেস্টে প্রবেশের জন্য ছিলো দীর্ঘ লাইন। অনলাইনে রেজিস্ট্রেশন করার মাধ্যমে প্রবেশ করছিলো দর্শনার্থীরা।

তবে যারা রেজিস্ট্রেশন করেননি, তাদের জন্য সঙ্গে সঙ্গে প্রবেশ গেটের সামনে থেকে রেজিস্ট্রেশন করে প্রবেশের সুযোগ রয়েছে। একাডেমি প্রাঙ্গণ জুড়ে চলছিলো নানা রকম অনুষ্ঠান ও আলোচনা। বিভিন্ন স্টলে ছিলো দর্শনার্থীদের ভিড়। শিশুদের সঙ্গে করে বড়রা ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে বই দেখছিলো।

লিট ফেস্টে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুস্তাকিম রহমান। কেমন লাগছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাহিত্যপ্রেমীদের জন্য অসাধারণ একটা মিলন মেলা। দেশি-বিদেশি সাহিত্যিকদের একসঙ্গে পাওয়া অনেক ভালো লাগার ব্যাপার। আমি প্রতিবছরই এই সাহিত্য উৎসবে আসি। মানুষকে মানবিক হওয়ার জন্য সাহিত্যের চর্চা অবশ্যই দরকার।

বাচ্চাদের নিয়ে ঘুরছিলেন স্কুল শিক্ষক অনামিকা চৌধুরী। বাচ্চাদের সাহিত্যের প্রতি আকর্ষণ বাড়াতেই নিয়ে এসেছে বলে জানান,আমি বাচ্চাদেরকে সাহিত্যের সঙ্গে পরিচিত করতেই নিয়ে এসেছি। আমি চাই ছোট থেকেই ওদের ভিতর যেন সাহিত্যের প্রতি আকর্ষণ তৈরি হয়।

সাহিত্য উৎসবে সম্প্রতি বহুল আলোচিত #মিটু আন্দোলন নিয়ে ‘ব্রেকিং ব্যাড’ শিরোনামে কথা বলতে এসেছিলেন বলিউডের প্রখ্যাত দুই অভিনেত্রী মনীষা কৈরালা ও নন্দিতা দাস।

এছাড়াও এই আন্দোলন নিয়ে কথা বলেছেন স্বনামধন্য সাংবাদিক মুন্নী সাহা, অভিনেত্রী বন্যা মির্জা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নারী আন্দোলনকর্মী রিতা দাশ রায় ও দ্য ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক জাইমা ইসলাম। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

#মি-টু এর যুগে বাঙালী সমাজ ও নারীত্ব শিরোনামে অনুষ্ঠান শেষ হওয়ার পর বের হচ্ছিলেন ইডেন মহিলা কলেজের ছাত্রী তাসনিমা ইফাত। কেমন লাগলো আলোচনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাম্প্রতিক এই #মি-টু আন্দোলন নিয়ে অনুষ্ঠানটি দারুণ লেগেছে। এটা নারীর মুখ খোলার জন্য প্রেরণা হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে।

বৃহস্পতিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ঢাকা লিট ফেস্ট-২০১৮-এর অনাড়ম্বর সূচনা ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রসঙ্গত, হে লিটের‌্যারি ফেস্টিভ্যাল নামে আন্তর্জাতিক এই সাহিত্য উৎসব প্রথম আয়োজন করা হয় ২০১১ সালে। পরে ২০১৫ খ্রিস্টাব্দে এর নাম পরিবর্তন করে নাম রাখা হয় ঢাকা লিটের‌্যারি ফেস্টিভ্যাল, যা সংক্ষেপে ঢাকা লিট ফেস্ট। তখন থেকেই বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতা করে থাকে।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান