নগরে পাড়া- কেন্দ্রিক পার্ক এবং খেলার মাঠের নক্সা এবং রক্ষণাবেক্ষণে এলাকাবাসীর ভূমিকা
‘নগরে পাড়া- কেন্দ্রিক পার্ক এবং খেলার মাঠের নক্সা এবং রক্ষণাবেক্ষণে এলাকাবাসীর ভূমিকা’ শীর্ষক এক ডিজাইন ওয়ার্কশপ আজ ২৩ অক্টোবর, ২০২৪ তারিখ সকাল ১০টায় নগরীর কামারপাড়া স্কুল এ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ‘নগরে পাড়া- কেন্দ্রিক পার্ক এবং খেলার মাঠের নক্সা এবং রক্ষণাবেক্ষণে এলাকাবাসীর ভূমিকা’ শীর্যক মূল গবেষণাপত্রটি উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের স্নাতকোত্তর গবেষক এথিনা আহমেদ। কর্মশালায় স্থানীয় অর্ধ শতাধিক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।