নজির আহমেদ এর কবিতা
নজির আহমেদ এর কবিতা

কবি : নজির আহমেদ


মানুষ

দূর্গম অরন্য যেমন তেমনই 
মানুষের মন; স্বরূপ গোপন কপট কথন প্রতিভাত
বর্বর জন্তু জানোয়ার গুপ্ত-সুপ্ত
সুযোগ পেলে বুঝিয়ে দ্যায় কবেই ছিল মানুষ আর!

অভিমান এক দূর্ভেদ্য প্রাচীর
আইন তো মাকড়শার জাল শুনেছি দেখেছি শতবার 
জিতে যেতে সবল,দূর্বল খেতে মার
আইনের সঙ্গে সম্পর্ক একটাই বিচার বা অবিচার।

মানুষ নীতি নির্ধারণ করে ফের মানুষেরাই তা ভাঙে
কৌশলে করে কালযাপন
প্রয়োজনে প্রিয়জন;কথার কথায় কত যে আপনজন
অবশেষে ছুঁড়ে ফেলে গাঙে।

মনে হয় বেঁচে থাকাটা বোধহয় আর কিছুই নয়
শুধু অভিজ্ঞতার সন্চয়।
যেমন গাছে ফুল ও ফুল,তেমনি মানুষে স্মৃতির কপাট
নিঃশ্বাস গ্রেফতার হলে বন্ধ কেতাবের মলাট।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান