নাট্যকার আব্দুর রহিম পেলেন কালিদাস অ্যাওয়ার্ড
নাট্যকার আব্দুর রহিম পেলেন কালিদাস অ্যাওয়ার্ড

নাট্যকার, নির্দেশক ও শিশু সংগঠক আব্দুর রহিম আন্তর্জাতিক কালিদাস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। গত মঙ্গলবার (৮ জানুয়ারি) আসাম রাজ্যের বাকসা জেলার গড়েশ্বর কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত অল ইন্ডিয়া বহুজাতিক ভাষাভাষিক নাটক, নাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এই পদক প্রদান করা হয়।

অল ইন্ডিয়ার জাতীয় অভিনয় শিল্প সংস্থা এবং আসামের তক্ষশিলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের এমপি বিশ্বজিৎ দাইমারী। তার হাতে পদক তুলে দেন অল ইন্ডিয়া জাতীয় শিল্প সংস্থার সভাপতি গিরিরাজ জামেনি।

আব্দুর রহিম পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের প্রতিষ্ঠাতা। নাটকের অসাম্প্রদায়িক, মানবিক এবং পারস্পরিক বন্ধন স্থাপনের আবেদন তুলে ধরায় তাকে এবছর এই পদক দেওয়া হয়েছে। তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের গলেহাহাট ফাযিল মাদ্রাসার বাংলা প্রভাষক হিসাবে কর্মরত। আব্দুর রহিম একাধারে সাংবাদিক, কলামিস্ট ও নাট্যকার। এ পর্যন্ত তার ২০টি নাটক এবং ৫০টির বেশি মুক্তিযুদ্ধ ভিত্তিক কোরিওগ্রাফি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশিত হয়েছে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান