নিশি মিয়া চরিত্রের জনক লেখক ও স্থপতি রাজীব চৌধুরী'র জন্মদিন
নিশি মিয়া চরিত্রের জনক লেখক ও স্থপতি রাজীব চৌধুরী'র জন্মদিন

নিশি মিয়া চরিত্রের জনক লেখক ও স্থপতি রাজীব চৌধুরীর জন্মদিন আজ ।

রাজীব চৌধুরী জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং পরবর্তীতে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এর ছাত্র হিসেবে পড়াশোনা করেছেন।

এরপর ঢাকার আহসানউল্লাহ ইউনিভার্সিটি'তে স্নাতক করেছেন আর্কিটেকচারে।

বর্তমানে ঢাকাতেই বসবাস। বই পড়া, বিশেষত হরর, মিথ এবং ফ্যান্টাসি নিয়ে আগ্রহ আগে থেকেই একটা সময় লেখালেখিটাও শুরু । আর এভাবেই লেখালেখির জগতে আগমন ঘটে লেখক হিসেবে।

সম্পৃক্ত ছিলেন একাধিক ম্যাগাজিন এবং প্রকাশনার সাথে।

বিভিন্ন সংকলনে গল্প, ছোট অনুবাদ এসব চলছিল, কিন্তু ভাবনাটা ছিল তার উপন্যাস প্রকাশের।

সেই সূত্র ধরে ২০১৫ সালে প্রকাশিত হয় আধিভৌতিক উপন্যাস "প্রেত সাধক নিশি মিয়া'।

এ উপন্যাসের নিশি মিয়া চরিত্রটি বেশ আলোচিত হলে পরবর্তীতে ২০১৬ সালে প্রকাশিত হয় এই সিরিজের দ্বিতীয় বই 'আধোচক্র'। ২০১৭ সালে লেখা হল "মানুষখেকো' (নিশিমিয়া ৩) । সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশের নানা মিথ নিয়ে সংকলন, 'বঙ্গদেশী মাইথোলজি" বইটি।

ব্যক্তিগত জীবনে এক সন্তান রুদ্রনীলের জনক। পেশায় একজন পুরদস্তুর স্থপতি হলেও, নেশায় তিনি একজন লেখক।

তার জন্মদিন উপলক্ষে সাহিত্যবার্তার পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা । শুভ জন্মদিন রাজীব চৌধুরী ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান