নীলিমা শামীম'র ছড়া
নীলিমা শামীম'র ছড়া

ছড়াকার: নীলিমা শামীম

এলোমেলো ভাবনা


মন আমার কত কিছু--
হতে চাইযে________
লজ্জা রাঙা আখি শুধু 
ভুলিয়ে দেয় সে চাওয়া
কে যেনো দূরে বসে
কিছু কয় যে----

কাজল কালো আখিতে
রাঙা দুটি নুপুর পায়ে
রুমঝুম রুমঝুম
নাচন নেচে
কত না জানা
কথা কয়যে-----

শাড়ির আচল উড়িয়ে
ওই আকাশ পানে ---
পাখির ডানার মত
পাখা খানি কিনে
উড়তে এই মন
চায় যে --------

রুনুঝুনু কাচের চুড়ি
ঝন ঝন ঝন
মেঘলা আকাশ
মেঘের গর্জন শুনি
মেঘ কন্যা তাই
মন হতে চায় যে----

এলো কেশ উড়িয়ে
সব কিছু  ছাড়িয়ে
ভ্রু দুখানি নাচিয়ে
বাহারি রঙ শাড়ীতে
বিলের ধারে বসে
মন পেতে চায় যে -----


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান