পীযূষ কান্তি বড়ুয়া এর কবিতা
কবি : পীযূষ কান্তি বড়ুয়া
জেগে ওঠো শ্রীলঙ্কা
মানুষের পৃথিবীতে আততায়ী ধর্ম
ধর্মের নামে খুন-খারাবীর কর্ম
মসজিদে মন্দিরে প্যাগোডাতে গীর্জায়
ধর্মের বোমা আর বিষমাখা তীর যায়।
রক্তের তৃষ্ণায় ধর্মের দিশ্ নাই
ধর্মের চেয়ে বড় আর কোন বিষ নাই
বিভেদের চেতনায় আর নয় বিশ্ব
ধর্মের নামে নয় এ পৃথিবী নিঃস্ব।
মানুষের চেয়ে বড় নেই কোন ধর্ম
প্রীতি-প্রেম মমতাই বিধাতার কর্ম
মানুষকে ভালোবেসে ধর্মকে ভুলে যাও
মনকে মুক্ত করে জানালাটা খুলে দাও।
খোলা পেলে মনঘর বিধাতার হবে বাস
মানুষের মনে পাবে স্বর্গের সুবাতাস
মানুষকে মানুষের মমতার কর্মে
বিধাতার তুষ্টিতে বিকশিত ধর্মে।
আর নহে ক্রন্দন দূরে যাক আশঙ্কা
মানুষের জয়গানে জাগুক শ্রীলঙ্কা
রক্তের দাগ হতে প্রেমের সাগর হোক
বিধাতার পৃথিবীতে স্বর্গের হোক আলোক।