১৬তম আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিতে আগামী সপ্তাহে পোল্যান্ড যাচ্ছেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ।
আয়োজক সংস্থা 'পোয়েটস উইদাউট বর্ডারস' এর আমন্ত্রণে তিনি এ উৎসবে যোগ দিচ্ছেন। সংগঠনের প্রেসিডেন্ট কবি কাজিমেয়ারেজ বুরনাত ইতিপূর্বে কবিকে আমন্ত্রণপত্র পাঠান।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে ২০০ কিলোমিটার দূরবর্তী শহর ব্রকলোতে এই কবিতা উৎসব চলবে ১৩ থেকে ১৭ নভেম্বর। স্থানীয় বুকোই পার্ক হোটেলে ১৩ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধনের আগেই বিভিন্ন দেশ থেকে কবিরা এসে পৌঁছবেন বলে আয়োজকদের সূত্রে জানা গেছে। কবিতাপাঠ, নানা দেশের কবিতা নিয়ে আলোচনা, অনুবাদ সংক্রান্ত সেমিনার, স্থানীয় স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কবিতা বিষয়ক মতবিনিয়ম ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে পাঁচ দিনের এই আন্তর্জাতিক কবিতা উৎসব।
কবি হাসানআল আব্দুল্লাহ ছাড়াও বিভিন্ন দেশ থেকে আরো ১৫জন কবি আমন্ত্রিত অতিথি হিসেবে উৎসবে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে চীন ও এ বছর এপ্রিলে কবি হাসানআল আব্দুল্লাহ গ্রীসে আন্তর্জাতিক কবিতা উৎসবে বাংলাভাষা ও বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন। ২০১৬ সালে বিশ্ব কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ইয়োরোপিয় কবিতা পুরস্কার ‘হোমার মেডেল’-এ ভূষিত হন।
এ পর্যন্ত তাঁর কবিতা অনূদিত হয়েছে দশটি ভাষায়। বাংলা ও ইংরেজী মিলে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪৪। সম্প্রতি তিনি অনুবাদের ক্ষেত্রে নিউইয়র্ক সিটির গ্রান্ট পান এবং তাঁর অনুবাদে ‘কনটেম্পোরারি বাংলাদেশি পোয়েট্রি’ নামে বাংলাদেশের কবিতার একটি এন্থোলজি নিউইয়র্ক থেকে প্রকাশিত হয়, যা ইতিমধ্যে লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হয়েছে। তিনি দীর্ঘ ২২ বছর ধরে আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতা পত্রিকা ‘শব্দগুচ্ছ’ সম্পাদনা করছেন।
নিউইয়র্কে তিনি গণিতের হাইস্কুল শিক্ষক হিসেবে কর্মরত।