এবার তুরস্ক থেকে প্রকাশিত আন্তর্জাতিক কবিতা পত্রিকা ‘ পোয়েট্রি প্লানেটারিয়েট’-এ প্রকাশ পেলো কবি হাসানআল আব্দুল্লাহ-র কবিতা।
কবি আতায়োল বেহরামাগলু সম্পাদিত এই পত্রিকার দ্বিতীয় সংখ্যায় তুরস্ক, উজবেকিস্থান, সার্বিয়া, গ্রীস, ইটালি, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, আজারবাইজান, নাইজেরিয়া, কুর্দিস্থান ও ফ্রান্সের কবিদের পাশাপাশি বাংলাদেশ অংশে প্রকাশ পেলো কবি হাসানআল আব্দুল্লাহ-র, ‘গরম স্যুপ ও ভিখিরির গল্প’।
কবি হাসানআল আব্দুল্লাহ-র কাব্যগ্রন্থ ‘শীত শুকানো রোদ’ (অনন্যা, ২০১৩) থেকে এই কবিতাটি ইংরেজীতে অনুবাদ করেছে কবির সুযোগ্য সন্তান একক সৌবীর। ( এর আগে অবশ্য এককের অনুবাদ ভারত ও ইটালির পত্রিকায় ছাপা হয়েছে।) ‘পোয়েটস অব দ্যা ওয়ার্ড ইউনাইট এগেনেস্ট ইনজাস্টিস’ ছিলো এবারকার মূল থিম।এ বিষয়ে কবি কবি হাসানআল আব্দুল্লাহ বলেন- প্রিয় কবি নাজিম হিকমতের দেশে আমার কবিতা পৌঁছে যাওয়ায় আমি যারপরনাই আনন্দিত। ধন্যবাদ কবি আতায়োল বেহরামাগলু।