প্রকাশিত হচ্ছে অরণ্য আপনের ‘তোমাকে দেখার চোখ নেই’
প্রকাশিত হচ্ছে অরণ্য আপনের ‘তোমাকে দেখার চোখ নেই’

প্রচ্ছদ : কাব্যগ্রন্থ ‘তোমাকে দেখার চোখ নেই’

অমর একুশে বইমেলা ২০১৯ এ তিউড়ি প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে অরণ্য আপনের মৌলিক কাব্যগ্রন্থ ‘তোমাকে দেখার চোখ নেই’। বইটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী সোহেল আনাম।

পতন ও প্রত্যাখ্যানের এই সময়ে একজন কবি কালের কথক হিসেবে সুনিপুণ ভাবে বয়ান করেছেন বিচিত্র সব শূন্যতার কথা। ব্যক্তি মানুষ থেকে শুরু করে রাষ্ট্র পর্যস্ত সকল বিষয়েই এখানে গুরুত্বের সাথে স্থান পেয়েছে। তবে আবার বুকে বেধেছেন কবি যে বদল একদিন আসবে। 

কবি অরণ্য আপনের বন্ধু ফয়সল আহমেদ  ‘তোমাকে দেখার চোখ নেই’ সম্পর্কে বলেন, ‘কাঙ্ক্ষিত সময়ের প্রতি এই আশাই আমাদেরকে বাঁচিয়ে রাখে নিরন্তর। বর্তমান কাব্যগ্রন্থটি তাই মূলত বর্তমানের যাপিত জীবনের প্রতি অধিক লক্ষ্য রেখে রচিত হলেও তা আমাদের অতীত ও ভবিষ্যতের কথাও সমান গুরুত্বে সাথে বিবেচনা করতে শেখাবে বলে আশা করি।’ 

উল্লেখ্য, বইটি পাওয়া যাবে গ্রন্থমেলার তিউড়ি প্রকাশনের ৫৮৯ নং স্টলে। 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান