মিজানুর রহমান বেলাল:
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত ১০০ কবির কবিতা’ শিরোনামের কাব্যসংকলন সম্পাদনা করলেন মো: ইসরাফিল আলম এমপি। কাব্যসংকলনটি প্রকাশ করেছে দাগ প্রকাশ। এই কাব্যসংকলনে সূচিবন্ধ হয়েছেন যথাক্রমে: সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, বেলাল চৌধুরী, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, রফিক আজাদ, মুহাম্মদ নুরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, রবিউল হুসাইন, আনোয়ারা সৈয়দ হক, সোহরাব পাশা, আসাদ মান্নান, বিমুল গুহ, মাহমুদ হাসান, মো: ইসরাফিল আলম এমপি, কাজী রোজী, রবীন্দ্র গোপ, মুহাম্মদ সামাদ, দুখু বাঙাল, হারিসুল হক, নাসির আহমেদ, শিহাব সরকার, দুলাল সরকার, আমীরুল ইসলাম, নূহ-উল-আলম লেনিন, রুবী রহমান, আসলাম সানী, ফরিদ আহমদ দুলাল, মোশাররফ হোসেন ভ’ঞা, সুজন বড়–য়া, বিমলেন্দ্র চক্রবর্তী, আলম তালুকদার, বুলবুল মহলানবীশ, ফকির ইলিয়াস, আমিনুল ইসলাম, কাইয়ুম নিজামী, আমিনুর রহমান সুলতান, নুরুন্নাহার শিরীন, দীলতাজ রহমান, রাহমান ওয়াহিদ, সেলিনা শেলী, তপন বাগচী, কাজী রহিম শাহরিয়ার, মাসুদ পথিক, মানস বিশ্বাস, কাজল রশীদ, মিজানুর রহমান বেলাল, এমরান কবির, প্রত্যয় হামিদ, অতনু তিয়াস, তুলি রহমান, আবুহেনা মোস্তাফা কামাল প্রমুখ।
উল্লেখ কবির কবিতা পাঠকালে পাঠক’রা পাবেন; প্রধানমন্ত্রীর জীবনের নানান প্রাসঙ্গিক তাঁর কর্মবিবিধ বর্ণনা। বলা বাহুল্য, যে কবির দায় থাকে পাঠক-চৈতন্যের সঙ্গে আন্তরিক অন্বেয়ের; দ্ব্যর্থহীন ভাষায় যিনি বলতে পারেনÑকবিতা রচনা ব্যক্তিস্বরূপের আত্মপ্রকাশ নয়, আসলে তা ব্যক্তিস্বরূপের হৃদয়ারণ্য থেকে নিষ্ক্রমণ। সব কবিই কাব্যচর্চায় বেশ আত্মসচেতন। সকল কবির কাব্যের চিত্রকল্প, উপমা, শব্দ-বাক্যের গঠনশৈলী, প্রকরণ যথেষ্ট সংবেদনশীল। বলাবাহুল্য, সম্পাদক সম্পাদকীয়তে লিখেছেন- ‘গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা যার অসাধারণ মানবিক গুণাবলি, প্রতিভা, দক্ষতা, দেশপ্রেম, নেতৃত্ব, ধৈর্য্য, সহনশীলতা, সৃজনশীলতা দিয়ে বাংলাদেশ, বাঙালি জাতি, বাংলা সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় উন্নতি করেছেন। উল্লেখ, ৩০ ডিসেম্বর, ২০১১ সালে শেখ হাসিনাকে বাংলা ভাষার ধারক ও বাহক হিসেবে বাংলা একাডেমি তাদের বার্ষিক সাধারণ সভায় সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। এছাড়াও, ১২ জানুয়ারি, ২০১২ইং তারিখে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং উন্নয়নে অনন্য অবদানের জন্য ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ডক্টর অব লিটারেচার বা ডি-লিট ডিগ্রী প্রদান করে। ২০১৪ সালে সমুদ্রসীমা জয়ের জন্য তিনি সাউথ সাউথ পুরস্কার লাভ করেন ৷ ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ ৭০তম অধিবেশনে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ পুরস্কার লাভ করেন ৷ এছাড়াও তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার লাভ করেন। এছাড়াও দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তাঁর সুস্বাস্থ, দীর্ঘায়ু ও কল্যাণময় সাফল্য কামনা করছি। তাঁকে নিয়ে ইতিমধ্যে রচিত হয়েছে অনেক প্রবন্ধ, নিবন্ধ, ছড়া-গান। এবার তাঁকে নিয়ে রচিত নির্বাচিত ১০০ কবির নিবেদিত কবিতা দিয়ে প্রকাশ হলো এই কাব্যসংকলনটি। এই গ্রন্থটি পাঠ করে যদি পাঠকেরা গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা এই অসামান্য ব্যক্তিকে অনুধাবন করে নিজেকে দেশের মাটি ও মানুষের সেবায় নিজেকে সংযুক্ত রাখতে পারে; তবেই গ্রন্থটির প্রয়াস স্বার্থক হবে।’
প্রধানমন্ত্রীর নামে কবিদের কল্পনার চরিত্রকে নিবেদিত কবিতার রিপ্রেজেন্টশন সত্যি অভিনব। কিছু কবিতা নেত্রী বা মা বা দেশরত্ম সাবজেক্ট করে রচিত । কিছু কবিতার মধ্যে নেত্রীকে ধারণ করার অ্যাবস্ট্রাকশন। যা আমাকে আলোড়িত করতে পেরেছে।প্রধানমন্ত্রীকে ঘিরেই কিছু কবিতার মধ্যে কবির ‘দেশপ্রেম’ ফুটে উঠেছে। যা কবিতার স্ট্রাকচারালিজম দৃঢ় ও সম্বৃদ্ধ হয়েছে অনেকাংশে।
গ্রন্থসম্পাদক মো: ইসরাফিল আলম এমপি একেধারে চেয়ারম্যান: * অভবিাসন ও উন্নয়ন বষিয়ক সংসদীয় কোকাস, বাংলাদশে জাতীয় সংসদ * অতি দরিদ্র বিষয়ক সর্বদলীয় সংসদীয় র্পাটি বাংলাদেশ * বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন* ওয়েব এ্যাপ বিডি (আইটি সল্যুশন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট) সদস্য: * সংসদীয় স্থাযী কমিটি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় * সংসদীয় স্থাযী কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় * পরিচালনা পর্ষদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) * পরিচালনা পর্ষদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) * ভাষা ও প্রযুক্তি সর্ম্পকিত সংসদীয় কমিটি। প্রতিষ্ঠাতা ও চেয়ারমান: * ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (রেজি: নং-১১৪৪) * বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট * ইসরাফিল আলম আইনি ও পলিটেকনিক ইনস্টিটিউট * আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমি * নর্থ বেঙ্গল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট * নর্থ বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট * মাদারকেয়ার স্কুল এন্ড কলেজ * বাংলাদেশ ওয়ার্কার্স ডেভেলপমেন্ট সোসাইটি। ভাইস-চেয়ারম্যান: * বোর্ড অব ট্রাষ্টি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্পাদক: * রবীন্দ্র জার্নাল, পতিসর, আত্রাই, নওগাঁ। সাবেক সভাপতি: * শ্রম ও কর্মসংস্থান সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি * বোর্ড অব ট্রাষ্টি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় * সাধনা সংসদ। সাবেক সদস্য: * বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি * আই সি টি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি। উপদেষ্টা সম্পাদক: * গ্রাম থিয়েটার জাতীয় কমিটি * দাগ ( ছোটকাগজ) * www.daagbd.com (অনলাইন কাগজ)। জাতীয় সংসদ সদস্য: * সংসদ-৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) পুরস্কার: ১১ টি পুরস্কার ও ১৩ টি সম্মাননা স্মারক পুরস্কার অর্জন।
পাঠক মহল ‘শেখ হাসিনাকে নিবেদিত ১০০ কবির নিবেদিত কবিতা’ কাব্যসংকলনটি পাঠকালে নি:সন্দেহে প্রধানম›ত্রীকে ও সম্পাদককে নতুন পরিচয়ে চিনতে পারবেন। ছন্দপ্রিয়দেরও জন্যে অক্ষরবৃত্তের, মাত্রাবৃত্তের ছন্দের অনেক কবিতা আছে; যা স্বার্থক কাব্যগ্রন্থটি সংরক্ষরণ করার দাবি রাখে।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত ১০০ কবির কবিতা’
সম্পাদক: মো: ইসরাফিল আলম এমপি
প্রকাশ: দাগ প্রকাশ, ঢাকা।
প্রচ্ছদ: আরিফুর রহমান
দাম: ২৫০/- টাকা মাত্র