কবি : ফারজানা শারমিন
নাইবা হলাম পথের কাঁটা
সবই ছিল তার অভিনয়
মিথ্যে আশা দিয়ে সে ভেঙেছে হৃদয়,
তবুও কেন প্রিয় মানুষটার জন্য মন কাঁদে এর উত্তর সত্যি জানা নেই......
সে কখনোই হয়তো বুঝবেনা,
তার কাছে লিখা পুরোনো ম্যাসেজ গুলো নিস্তব্ধ ভাবে কতবার দেখি, কতবার তার টাইমলাইনে গিয়ে ঘুরে আসি, হাজার বার দেখে আসি তার প্রিয় মুখ খানি.......
সে হয়তো কোনোদিন ও জানবেনা,
তার জন্য এ হৃদয় কতোটা ব্যাকুল, কতোটা কাতর হয়ে তার পথ চেয়ে বসে থাকি.......
কতোটা অধির আগ্রহে বসে থাকি তার ম্যাসেজের অপেক্ষায়, কিছুই তো বলার নেই তবুও কেন এই পথ চেয়ে থাকা,
ভাবতে ভাবতে নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রুজল গড়িয়ে পড়ে
সে হয়তো কোনোদিনও বুঝবেনা......
আমার কথা কি তার পড়ে মনে, নিশীথে জাগরণে ?
তার জন্য এই অনর্থক প্রতিক্ষা আমার
মিছে আশা, ভালোবাসা !
শুধু কি আমিই পুড়েছি ?
তার হৃদয় কি একটুও পুড়ছে না ?
জানি সে এসব কখনোই ভাববে না ।
তবুও সে ভালো থাকুক,
সে নিজের মতো করে খুশি থাকুক, নাইবা হলাম আমি তার পথের কাঁটা.......
হৃদয় ভাঙ্গার গল্প
আমি যতোবার তোমায় কানে কানে বলতে চেয়েছি
আমার হৃদয় ভাঙ্গার গল্প ,
ততোবারই বিরহে পড়ে গিয়েছি আমি,
বহু বছর বুকের ভিতর লুকিয়ে রাখা এই হৃদয়ের হাহাকার
আমি যতোবার বলতে চেয়েছি দুচোখের অশ্রুর জলধারা
ততোবারই ঈশাণ কোণে আঁধারে মেঘ করেছে
ঝড় উঠেছে আকাশে,
ততোবারই আমাদের মাঝে নতুন করে
শুরু হয়েছে মান অভিমানের খেলা,
যতোবারই বলতে চেয়েছি বুকের ভিতর পুষে রাখা
কতটা যন্ত্রণার পাহাড়
বুকে নিয়ে আমি বেঁচে আছি
ততোবারই পৃথিবীতে নেমে এসেছে দুঃসময়,
কোথাও না কোথাও শুরু হয়েছে ঘূর্ণিঝড়
ততোবারই বুকের ভিতর ঝড় উঠেছে,
ধসে পড়েছে পাহাড়
দুচোখে অশ্রুজল টলমল,
আমি যতোবার তোমায় কানে কানে বলতে চেয়েছি
আমার হৃদয় ভাঙ্গার গল্প ,
ততোবারই বিরহে পড়ে গিয়েছি আমি............
অনন্ত প্রেম গাঁথা
ওই আয়নাটা এখনো নীরব ভাবে বলে যায়
তোমার আমার প্রেম মোহনায় ভেসে ওঠা
ভালোবাসার অনন্ত উর্মিমালা,
তুমি দেখছো আমায়
আর আমি খুঁজে চলেছি কিছু টুকরো শব্দ,
জীবনের এই শব্দ সন্ধানের খেলাই
তো ডেকে আনে সন্ধিবেলা,
প্রণয়ী শিহরণ —
তুমি আবার নতুন ভাবে সাজাবে অন্তর্তমের জলসা ঘর,
আমি আবার উজাড় করে ভালোবাসবো তোমায়,
দগ্ধ চাহনি আর এলোমেলো আঁচল গুছিয়ে কাঁধে
আমি হারিয়ে যাই একান্তই তোমার মাঝে,
তোমার আমার প্রেম বিজয়
গাঁথা রইল নদীর গভীর মোহনায়,
প্রেমের স্রোত থামে থাকেনা কোন ভাবেই
ভাসিয়ে নিয়ে যায় নদীর এপার ওপার
তুমি ছুঁয়ে দাও ফণীমনসার ফুল এই পাষাণী বুকে,
আহ্ —
প্রতিটি অনুভূতি এই নীরব রাতের সাক্ষী...........
সুখের ই গল্প
আজ এই রাতে
জোছনাকে সাথী করে
নির্জন পৃথিবীতে জেগে আছি
নিভন্ত মোমের আলোয়
তুমি আমি কাছাকাছি
তুমি ছুঁয়ে দিলে তাই মনে জাগে প্রেমপ্রেম কল্পনায়
বিলিয়ে দিয়েছি তোমার মাঝে নিজেকে উজার করে,
আহ্ --
কামনার শিহরণ জাগে প্রতিক্ষণে
জড়িয়ে নাও ওগো মায়ার বাঁধনে,
সবটুকু সুখ তোমায় দিয়ে
হারিয়ে যেতে চাই তোমার মাঝে,
তুমি আছো ভাবনাতে শয়নে স্বপনেতে
থেমে যাক না এই সময় তোমাকে ভালোবেসে,
আবেগী হোক না জীবন আমাদের সুখের ই গল্প লিখে..........
এক প্রেমের আলাপন
আমি লিখেছিলাম কবিতা
স্মৃতির পাতায় হৃদয়ের খাতায়,
মনের গভীরে জড়িয়ে থাকা
তোমার আমার প্রেম,
শরীর জুড়ে কামনার শিহরণ
কবিতা জুড়ে এক প্রেমের আলাপন,
কাগজ ওলটাতেই দেখি নিষিদ্ধ অন্তরঙ্গতা,
আমি লিখেছিলাম কবিতা
নি:শ্বাসের ওঠানামা,
আমি কবিতার খাতা ছুঁয়ে দেখি
যেন তোমার ঠোঁট ছুয়ে দিয়েছি,
এ কেমন প্রেম শুধু তোমায় নিয়ে সারাবেলা.............