ফারহানা রহমান এর কবিতা
ফারহানা রহমান এর কবিতা

কবি : ফারহানা রহমান


রাজাকার ও একটি ফিঙেপাখি

 

রাজাকারে ভরে গেছে দেশ! আকাশে উড়ছে এক ফিঙেপাখি, 

মেঘের আঁধার জল ফিকে হয়ে গেলে হু হু করে বয়ে যায়

তুমুল বাতাস, তন্দ্রা কেটে গেলে চোখ মেলে ফিঙেপাখি

ঢেউ এর পর ঢেউ কেটে উড়ছে, বসছে সে টেলিগ্রাফের তারে

চরাচর এখন নদীর মতো শান্ত 

ফিঙেপাখি বলে, দেখো 

আমি আছিপাখি উড়ে গেলে মাটির ওপর গড়াগড়ি খায়

মানুষের শবদেহ বাঁশের সাঁকোয় ঝোলে, এ কী বিভীষিকা!

শুধু লাশ পচাগলা, গোলায় গোলায় ধানের বুটের কলে

মাড়াই হয়েছে আমন মানুষ, আউশ মানুষ

তখন জাবর কাটে কোথাও বেঢপ রাজাকারদিবি নাকি তোর বইনেরে? 

এক ভালো রাজাকার নিকা করিবার চায়! ঘুমের ঘোরেই 

উড়ন্ত ফিঙেটা আসে, আর গলায় ঝুলিয়ে রাখে গ্রেনেডের মালা 

বোধহীন রাজাকার অট্টহাসি হেসে বলেমানুষ কোথায়? 

যুবতী কোথায়? এ তো দেখি এক কোথাকার কদাকার ফিঙেপাখি !


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান