ফারুক মোহাম্মদ ওমর এর কবিতাগুচ্ছ
ফারুক মোহাম্মদ ওমর এর কবিতাগুচ্ছ
নারী সত্ত্বা


 

নারীরা একটু ভিন্নধর্মী

দেধারছে সব কিছু মানতে চায়না

একবার ভিষন খড়া হৃদয়ে হয় শরাবের পাত্র

আবার মোহরমারা জান্নাতের-ই ফুল।

নিরব আর আঁধারির মাঝে ডুব দেয়ায় যে নারী

সে আবার নির্মল চাঁদের নির্জলা জীবনও বানায়।

 

কিন্নর যেমন গুটিয়ে যায়

নিজেকে তেমন গুটিয়ে নিতে পারে সহজেই

আবার ক্ষণিকের জন্য নিজেকে সামলিয়ে

পরিপূর্ণভাবে তাদের দ্বার উন্মোচন করে,

 

আর এটাই একটা  নাটকের সিলসিলা

বৈচিত্রময় এক মাতালের পরম প্রিয়জন।




লিবারেল আন্দোলন

আজকাল পর্বতের দিকে দৃষ্টিপাত করে বিস্মিত হই!
কিভাবে ঠাঁয় দাঁড়িয়ে পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে,
অথচ মানুষ সূর্যকলঙ্কে মেঘাচ্ছন্ন আকাশের নিচে 
কতটা স্বৈরতান্ত্রিক এই প্যাকেজ সময়৷
কতটা পাপাশ্রয়ী তোমার মন৷

আফসোস হৃদয়ের দাম বুঝনা তুমি! 
ছলনায় ভরে দাও প্রেমের বাগান৷

একদিন প্রলয়ঙ্কারী ঝড় হবে লিবারেল আন্দোলন৷



ক্লাউন নও, ভাঁড়



প্রেম যেন বিবর্তনের তৈলাক্ত বাঁশ
নিয়ন্ত্রিত ট্রেডিশনে চলা যৌবনাশ্রমের স্বপ্ন বিলাস
আমি ক্লাউন তুমি ভাঁড়
আমি প্রেম তুমি ঘৃণা৷

প্রেম ফুরালেও প্রেমের পথ ফুরায় না
নদীমাতৃক এই দেশে
বাসা বেঁধে আছে কতো আবাসিক ইলিশ৷

সরকারি দপ্তরে মেহেদি মাখা দাঁড়ির আফিসার লোকটি ঘুষ খায়!
চূড়ান্ত অসৎ হয়ে সৎ জাহিরে 
চালায় ধর্মের স্পীড আবরণ 
সন্তানের দুধের টাকা বেতন থেকে
আলাদা রাখার ভাঁড়ামিতে করে নির্লজ্জ রসিকতা৷

এই স্বর্গোদ্যানে তুমি সামুদ্রিক রাক্ষস
তুমি ক্লাউন নও আপাদমস্তক ভাঁড়,  ক্লাউন নও,ভাঁড়৷

বিশ্বাসের বারুদ

প্রেমের কবিতা লিখে আঙুল পচে গেছে 
গলেনি এক অবিশ্বাসী হৃদয়ের বিজ্ঞাপন ভীমরতি৷

কেউ স্বপ্ন বুনছে সূর্যোদয়ের
কেউবা সূর্যাস্তের কালো জলাশয় দেখে বলে
এখন সময় অন্ধকার নারী পুরুষত্বহীন চারপাশ৷

বুকের ব্যারাকে আছে বিশ্বাসের বারুদ
একদিন এসিড বৃষ্টি হবে এই অসভ্য শহরে৷

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান