ফাহমিদা ইয়াসমিন এর কবিতাগুচ্ছ
ফাহমিদা ইয়াসমিন এর কবিতাগুচ্ছ

কবি : ফাহমিদা ইয়াসমিন

নারী  মানে

নারী মানেই একটা সবুজ বৃক্ষ, যার পাতা ফুল ফল  শাখা প্রশাখা দিয়ে যায় অকাতরে প্রেম ভালোবাসাসাজিয়ে তোলে চারপাশ প্রেমে

 

নারী মানেই জাগরন চেতনা উচ্ছ্বাস

 

বিন্দু থেকে পাহাড় সাগর নদী মহাসাগর

 

নারী  মানে মা মমতাময়ি কন্যা

 

অপরুপা অনন্যা

 

নারী মানেই সহ্য,ধৈর্য্য ভালোবাসার বিশাল আকাশ বিস্তর ভুমি

 

নারীর প্রেমেই সৃজিত বিশ্ব সংসার

 

বিরহে হবে সংহার

শুধু তোমায় ভেবে

  


নির্ঘুম একাকী পথ হারা

পথিকের মত

খুজে ফিরি তোমায়আমি

একলা অনুভবে

আজও খোজি তোমায়,

অর্বাচীন সেই মধুক্ষণ

আজো খুঁজে ফিরে

আজো সুখের তরে

তব প্রণয়ে হৃদয় জাগে

মন মানেনা মানা

তুমি হীনা স্বপ্ন আঁকে চোখে,

শুধু তুমি হীনা

 তোমাকে ভেবে কতো নিশি

 চাাঁদের আলো একাকি মৌনতায় কাঁদৈ শুধু তোমায় ভেবে

তুমারি পরশে

 

বরফে ঢাকানগরীর বুকে

 

 তোমার শূন্যতায় নিস্তব্ধআঙ্গিনা

 

বৃষ্টির মতো নয়নের জল

 

জেগে থাকে চায়ের কাপে

 

কফির আঙ্গিনায় তোমারি মায়া

 

 তুমিদাঁড়িয়ে আছো ছায়া হয়ে

 

অতৃপ্তনগরে ভাবনার

 

সুখের তৃপ্ততায়

 

দৃষ্টির বারান্দায় থামছেনা আজ

 

কোন ধারা

 

দিশেহারা মন প্রাণ তোমাকেই খুঁজি প্রিয়

 

এই হিমেল বরফ দূরে যাক

 

 ভীষন্নতা মুক্তি পাক

 

তোমারি পরশে

 

তোমারি ভালোবাসায়।।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান