ফাহমিদা ইয়াসমিন এর চারটি কবিতা
ফাহমিদা ইয়াসমিন  এর চারটি কবিতা

কবি ফাহমিদা ইয়াসমিন

তুমি আমার ভালো থাকা

আমি তোমাকে চাই সকাল সন্ধ্যায়

 

কুয়াশায় আশায় নিরাশায়,

 

আমি তোমাকে চাই বেলা অবেলায়

 

ছায়ায় মায়ায়

 

আমি তোমাকে চাই ফুলে জলে

 

স্থলে

 

আমি তোমাকে চাই তোমাকেই

 

আনন্দ বিষাদের তলে

 

আমি তোমাকে চাই গ্রীষ্ম শরতে

 

তোমাকে চাই আঁধারে আলোতে

 

দিবা নিশীতে

 

তুমি কি বুঝেছো

 

নয়তো এখন থেকে বুঝে নাও

 

তুমি আমার আলো

 

তুমি আমার ভালো থাকা সবটুকু ভালো

ভালবাসা দিও

প্রিয় একটুকু প্রেম দিও

 

বুকের ভিতর আগুন

 

তোমার প্রেমে হয় যেনো গো ফাগুন

 

প্রিয় রাগলে আমি

 

ভালোবাসা দিও

 

পাথর পাহাড়

 

ঝর্ণা জলে আমায় বুঝে নিও

 

যেয়োনাকো কভু ভুলে

 

আমায় ফেলে একাপ্রিয় একটুকু প্রেম দিও

 

তুমি আমার তুমিই আমার শান্তি সুখের রেখা

তুমি আর আমি

সবগুলো ফুল হাসুক

 

আনন্দে ছড়াক চারদিক

 

চলো যাই হারিয়ে

 

যেথায় তুমি আর আমি আর কেউ নাই

 

মিশে যাই ভালোবাসায়

 

রচনা করি সুখের ভুমি

 

মুখোমুখি চেয়ে রই

 

তুমি আর আমি

 

ফুলে ফুলে দোলুক

 

জীবনের প্রহর

 

গন্ধ ছড়াক সুখের

 

নব বছরের শুভতায়

 

শুরু হোক মুক্ত হাসির।।

 

প্রত্যাশা


সারানিশি জেগে থেকে

 

অপেক্ষা করি তোমার

 

 কখন এসে দেখা দেবে

 

 জড়িয়ে নেবে আবার

 

কাজের সব ক্লান্তি ভুলে

 

খুন সুটিতে কাটাবো সময়

 

ভোরের আঁলো গায়ে মেখে

 

 ইশারায় হবে মন বিনিময়

অবাক নয়নে তাকিয়ে দেখে

 

বুঝে নেবো হৃদয়ের ভাষা

 

তোমার সঙ্গে কাটাবো জীবন

 

এটাই তো করি প্রত্যাশা

 

যে যাই বলুক

 

অসুবিধে নেই

 

তুমি শুধুই আমার

 

ভালবেসে যাবো ভরসা রেখো

 

নতুন করে নেই কিছু হারাবার








সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান