কবি: ফাহমিদা ইয়াসমিন
ভালোবাসা
ক্লান্তির পর যখন চোখ বুঁজি
তোমাকে দেখি
নিরবে ভাসে জল
নদী হয় নিরবধি।
জীবনের সব পাখি দূরে চলে যায়
তখন তুমি আসো
কোন ক্লান্তি নাই
পাশে বসো
ভালোবাসো খুব ভালোবাসো।
আমি বলি কি দেবো তোমায়
এখন তো আমার বিকেল বেলা
সন্ধ্যা হয় হয়।
তুমি বলো মন থেকে একটি হাসি দাও ।
তোমার জন্য
তোমার জন্য সারাক্ষণ-
নিত্য নতুন স্বপ্ন দেখা।
ভালবাসি বলেই তো-
বিশ্বাস নিয়ে বেঁচে থাকা।
তোমার জন্য
কল্পনাতে কাব্য বুনি,
পথের বাঁকে
পথকে টানি ।
জানো তুমি
তুমি আমার
মনোচোখে প্রিয় গোলাপ
তুমি আমার সঙ্গোপনের
মুক্ত কথা,
অশ্রুলতা।।
ছায়ায় মায়া
আমি তোমাকে চাই সকাল সন্ধ্যায়
কুয়াশায় আশায় নিরাশায়,
আমি তোমাকে চাই বেলা অবেলায়
ছায়ায় মায়ায়।
আমি তোমাকে চাই ফুলে জলে
স্থলে
আমি তোমাকে চাই তোমাকেই
আনন্দ বিষাদের তলে।
আমি তোমাকে চাই গ্রীষ্ম শরতে
তোমাকে চাই আঁধারে আলোতে
দিবা নিশীতে।
তুমি কি বুঝেছো
নয়তো এখন থেকে বুঝে নাও
তুমি আমার আলো
তুমি আমার ভালো থাকা সবটুকু ভালো।