বইমেলায় আসছে হাসান হামিদের 'চেহেল সেতুন'  
বইমেলায় আসছে হাসান হামিদের 'চেহেল সেতুন'  

প্রচ্ছদ : চেহেল সেতুন


অমর একুশে গ্রন্থমেলায় আসছে তরুণ লেখক হাসান হামিদের প্রথম উপন্যাস 'চেহেল সেতুন'। একজন ক্রীতদাসের নবাব হয়ে ওঠার গল্প নিয়ে লেখা এ উপন্যাস ঐতিহ্য-রোদ্দুর সেরা পাণ্ডুলিপি নির্বাচিত হয়েছিল। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইয়ের মূল্য ১৬০ টাকা।

দেশের অন্যতম সেরা প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশ করছে 'চেহেল সেতুন' উপন্যাস। অমর একুশে গ্রন্থমেলায় ঐতিহ্য'র প্যাভিলিয়ন নম্বর ১৪ তে পাঠকরা পাবেন বইটি।

বইটি সম্পর্কে হাসান হামিদ বলেন, চেহেল সেতুন আসলে একটি প্রাসাদের নাম। ১৭০৪ সালে রাজস্ব বিভাগের রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ সরিয়ে আনার পর নবাব মুর্শিদকুলী খান এটি নির্মাণ করেছিলেন। এই প্রাসাদকে ঘিরে যার গল্প, সেই গল্প বিক্রি হয়ে যাওয়া একজন ক্রীতদাসের; স্রোতের  বিপরীতে হেঁটে চলা একজন নবাবের। রাজা-বাদশাদের কথা বললে অনিবার্যভাবেই চলে আসে বিলাসিতা, যুদ্ধবিগ্রহ, জৌলুশ, মদের বুদবুদ আর নারী মাংসের গন্ধ। তবে এসবের পাশ কাটিয়ে পাঠক এখানে পাবেন অর্জন, আত্মবিশ্বাস আর দুর্দান্ত জীবনবোধের অন্য এক গল্প।

তরুণ লেখক হাসান হামিদের লেখালিখি শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়ে। ইতিমধ্যে দৈনিক পত্রিকায় কলাম লিখে পরিচিতি পেয়েছেন। বাংলাদেশের বাইরে তাঁর লেখা বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের ‘আর্টিকেল প্ল্যানেট’, ফিলিপাইনের ‘জিওডি’ এবং বেলজিয়ামের ‘সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম’–এর জার্নালে। সাহিত্যে কাজের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে পেয়েছেন ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান