বইমেলায় আসছে হাসান হামিদের ‘জলছাপ অন্তরজলে’ ও ‘অজস্র আলোর পেরেক’
বইমেলায় আসছে হাসান হামিদের ‘জলছাপ অন্তরজলে’ ও ‘অজস্র আলোর পেরেক’

এবছর কবিতায় দেশ পাণ্ডুলিপি পুরস্কারপেয়েছেন তরুণ কবি হাসান হামিদ। হাসান হামিদ তাঁর পাণ্ডুলিপি জলছাপ অন্তরজলের জন্য এই পুরস্কার পানএকুশে গ্রন্থমেলা-২০১৯ এ বইটি প্রকাশিত হবে।  হাসান হামিদের আরও একটি বই, নাম ‘অজস্র আলোর পেরেক’ আসছে এবার মেলায়। দুটি বই-ই প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। ২০১৯ একুশে বইমেলায় দেশ পাবলিকেশন্স-এর স্টল নম্বর ৩৮৮-৩৮৯

জলছাপ অন্তরজলে’ হাসান হামিদের কাব্যগ্রন্থ। চেনা শব্দের সরল মোহনীয় উপস্থাপন তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য।

মানবিক প্রেম, প্রকৃতি, রাজনীতি বিষয়ে মিশেল স্বাদের অসাধারণ কিছু কবিতা স্থান পেয়েছে বইটিতে। এই বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। দাম ১৫০ টাকা।

‘অজস্র আলোর পেরেক’ মূলত তাঁর বিভিন্ন সময়ে দৈনিক পত্রিকায় প্রকাশিত কলামের সংকলন। জানা যায়, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রকাশিত ২১৭টি কলাম থেকে ৫০টি কলাম দিয়ে সাজানো হয়েছে এই বইটি। শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, যোগাযোগ, সাহিত্য ও সমসাময়িক সমস্যা নিয়ে লেখা কলামগুলো ছাপা হয়েছিল বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকীয় পাতায়। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। দাম ৩৫০ টাকা।

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান