বইমেলায় উধাও পাওয়া যাচ্ছে প্রথমার প্যাভিলিয়নে
বইমেলায় উধাও পাওয়া যাচ্ছে প্রথমার প্যাভিলিয়নে

 বইয়ের প্রচ্ছদ

আসিফ নজরুলের মন্তব্য : নতুন কোন বই বের হলে টেনশন থাকে বইটা চললো নাকি তা নিয়ে। কারণ বই বের হয় প্রকাশকের টাকায়। পাঠকরা বই না কিনলে আর্থিকভাবে ক্ষতি হয় প্রকাশকের্। প্রকাশক তখন অসন্তুস্ট থাকেন লেখকের উপর।
তবে বই পাঠকরা কিনুন এটি আমি চাইতাম অন্য আরেকটি কারণে। এতো কষ্ট করে লিখি মানুষ পড়বে বলে। সেটা না হলে বই লেখার আনন্দ মাটি হয়ে যায় অনেকটা।


আপনাদের দোয়ায় আমার এই আনন্দ মাটি হয়নি কখনো। প্রথমা থেকে বের হওয়া উপন্যাস ‘বেকার দিনের প্রেম’ আর ‘অসমাপ্তির গল্প’ পাঠকপ্রিয়তা পেয়েছিল। আমার নতুন উপন্যা্সও (উধাও) পাঠকরা গ্রহন করেছে বিপুল আগ্রহে। প্রথমার ষ্টলে খবর নিয়ে দেখলাম খুব বিক্রয় হচ্ছে ’উধাও’।


আমি জানি আমার এই ফ্যানপেজের অনেক বন্ধু আছেন যারা ‘উধাও’ কিনেছেন বা কিনবেন। আরো অনেকে আছেন খুশী হন আমার যে কোন সাফল্যে। আপনাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ।
বইমেলায় উধাও পাওয়া যাচ্ছে প্রথমার প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন নং ৮)


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান