বইমেলায় হাসান ঈমামের ‘নির্জন বালুচরে’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি মো. হাসান ঈমামের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্জন বালুচরে’। বইটি প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন কবি নিজেই।
এছাড়া রকমারি ডটকমেও পাওয়া যাচ্ছে বইটি।
প্রথম বই সম্পর্কে কবি বলেন, ‘খুব বেশিদিন আগের কথা নয়, নিজের অজান্তেই লিখতে শুরু করি। একের পর এক কাব্যসম্পদ জড়ো করেছি নিজস্ব খাতায়।