Sign in or Register
বইয়ের প্রচ্ছদ
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কলামিস্ট মো. খবির উদ্দিনের ‘মনসুর আলমের বোবা অঙ্ক’ বইটি। ১২০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে শব্দকোষ প্রাকাশনী।
বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী ধ্রুব এষ। মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় প্রকাশনীর ১৫৪ নম্বর স্টলে। বইটিতে রয়েছে ১৮টি নিবন্ধ।
মো. খবির উদ্দিন বইটি সম্পর্কে বলেন, ‘বইটিতে দেশ-বিদেশে ঘটে-যাওয়া অনাচার অবিচার শোষণ নিপীড়নের প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে। এছাড়া মিয়ানমারে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর বর্বরোচিত ও ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে আলোচনা করা হয়েছে।’