বইমেলা আসছে ছড়াকার আজিজ আহমেদের শিশুকিশোরগল্পের বই
বইমেলা আসছে ছড়াকার আজিজ আহমেদের শিশুকিশোরগল্পের বই

সাহিত্যবার্তা নিজস্বঃ এ সময়ের কবি , নাট্য অভিনেতা ও ছাবেদ আলী খ্যাত ছড়াকার আজিজ আহমেদের দ্বিতীয় শিশুকিশোরগল্পের বই “ ভূতে জপে রাম নাম ” আসছে বইমেলা-২০২০ এ ।

বইটি প্রকাশ করেছেন জংশন । ২০১৬ সালে কবি প্রথম প্রকাশিত হয় ছড়ার বই “ ছাবেদ আলীর গপপ” আলোকবর্তিকা প্রকাশনী থেকে ।

জন্ম: ১০ জানুয়ারি ১৯৭৮ , জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন পচাবহলা গ্রামে । মূল পেশা শিক্ষকতা , একটি বেসরকারি হাইস্কুলের গণিত শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন ।

আজিজ আহমেদ । ছাত্র জীবন থেকে লেখালেখির সাথে জড়িত । সহকারি সম্পাদক হিসেবে দীর্ঘদিন থেকে জড়িত আছেন দুই বাংলার আলোচিত “রচয়িতা” নামক একটি ছোটকাগজের সাথে ।

এছাড়া, ইসলামপুর উপজেলাসহ জেলার বিভিন্ন স্বাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিভীরভাবে জড়িত । এ সময়ের সবচেয়ে আলোচিত অনলাইন দৈনিক সাহিত্য বিষয়ক নিউজ পোর্টাল সাহিত্যবার্তার সহকারি সম্পাদক হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন । অভিনেতা হিসেবে অভিনয় করেছেন এলাকা ভিত্তিক ও জাতীয়ভাবে অনেক নাটকের মূল চরিত্র থেকে শুরু করে রোমান্টিক চরিত্রেও ।

তার অভিনীত নাটকের সংখ্যা প্রায় ২০টির অধিক । ভূতে জপে রাম নাম বই পাওয়া যাবে বইমেলায় অকালবোধনের স্টলে-২৪ ও দেশের সুনামধন্য প্রকাশনা সংস্থা আনন্দমে -৬৯৭। বইটি হাতে পেতে - ফোন করুন- ০১৭১২৯৩৯২৮৫ , অথবা রকমারি ডট কমে ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান