বই মেলায় সব্যসাচী লেখক প্রণব মজুমদারের ২টি গ্রন্থ
বই মেলায় সব্যসাচী লেখক প্রণব মজুমদারের ২টি গ্রন্থ

সৈয়দ নূরুল আলম:

অমর একুশে গ্রন্থমেলায় এবার প্রকাশিত হয়েছে সব্যসাচী লেখক এবং সাংবাদিক প্রণব মজুমদারের ২টি বই। প্রথম প্রবন্ধের বই -আলোকিত ছায়া মানুষ। বের করেছে শুদ্ধতম মননশীল প্রকাশনা যুক্ত।

বেহুলাবাংলা প্রকাশ করেছে শিশুতোষ ছোট গল্প - বিড়াল কান্ড। প্রণব মজুমদার আশি দশকের লেখক। ছড়া দিয়ে শুরু। একে একে কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ লেখায়ও উদ্বুদ্ধ হন। বাংলা ও ইংরেজি ভাষায় কলাম ও সাহিত্য বিষয়ক লেখালিখি করছেন নিয়মিত। লেখক হিসেবে সব্যসাচী হলেও গদ্য রচনায় স্বাচ্ছন্দ বোধ করেন তিনি। সাহিত্যকাশে নিরন্তর তাঁর পথচলা। সাংবাদিকতা পেশা হলেও সাহিত্য জীবনের নেশা। অর্থকাগজ পত্রিকার সম্পাদক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক।

সংস্কৃতি ও শিক্ষায় সমৃদ্ধ পরিবারে ১৫ নভেম্বর মেঘনা বিধৌত চাঁদপুরে তাঁর জন্ম। অবিভক্ত ত্রিপুরার নাট্যজন চিকিৎসক পিতা কালী কৃষ্ণ ছিলেন বৃটিশ আন্দোলনের সক্রিয় বিপ্লবী সদস্য। মা নিলীমা শিক্ষিতা ও রত্নগর্ভা। ৬ বোন ও ৪ ভাই সবাই উচ্চ শিক্ষিত। দুই সন্তানের জনক প্রণব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মানসহ এম কম পাশ করেছেন। নৃত্যকলা ও ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টসে স্নাতক।

অর্থনীতি, নাটক ও পারফর্মিং আর্টস এবং শিল্প বিষয় নিয়ে কথা বলেন বিভিন্ন মিডিয়ায়। ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ ও স্মৃতিগদ্য বিষয়ক গ্রন্থের সংখ্যা তাঁর ১০টি। দেশের সাহিত্যে যাঁরা প্রজ্ঞায় আলোর দিশারী; তাঁদের ওপর লেখা নির্বাচিত প্রবন্ধ নিয়ে গ্রন্থ আলোকিত ছায়া মানুষ। বরেণ্য এসব সাহিত্যিকের মধ্যে বেশ কজনকে আমরা হারিয়েছি সাম্প্রতিককালের অতিমারির দুর্যোগে। সময়ের স্ত্রোতধারায় পূর্বসুরিদের অনুসরণ করে প্রজন্মের পথচলা। সে ধারাবাহিকতায় লেখকের এ প্রবন্ধ সৃজন। যার অধিকাংশ জাতীয় পত্রিকার সাহিত্য সাময়িকীতে প্রকাশিত। গল্প শুনতে সবাই ভালোবাসে। শিশু কিশোরাতো অবশ্যই।

কোলাহলপ্রিয় ছোটরা আজকাল ঘরের মধ্যে পশু পাখি নিয়ে খেলা করে। তাতে বাড়তি বিনোদন পায়। মজা করে! নাগরিক জীবনেও শিশুরা পাখির সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। পোষতে চায় পশু পাখি। বাসা বাড়ির ঘরোয়া আয়োজনে বিড়াল-কুুকুর পোষে। ঘরের বারান্দায় পোষা পাখির সঙ্গে মিতালি করে। পাখিদের প্রিয় হতে গিয়ে কত কিছু করে ওদের সঙ্গে। ঘরে ঘরে বিড়াল পোষা যেন নাগরিকদের অভ্যাসে পরিণত হয়েছে। অতিমারির মহামারিতে ঘরে থাকা মানুষ পশু পাখি পালনে বেশি মনযোগি হয়। বিড়াল কান্ড বইয়ের গল্পগুলো পশু পাখিদের নিয়ে। ওদের সঙ্গে নানান মজার মজার ঘটনা নিয়ে গল্পগুলো লেখা। অমর একুশে গ্রন্থমেলায় আলোকিত ছায়া মানুষ ও বিড়াল কান্ড বিপণনে সাড়া মেলেছে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান