বঙ্গবন্ধুকে নিয়ে লেখা 'ত্রয়ী' উপন্যাসের বইআড্ডা ৬ অক্টোবর
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা 'ত্রয়ী' উপন্যাসের বইআড্ডা ৬ অক্টোবর

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে শ্রাবণ বইগাড়ি আগামী ৬ অক্টোবর , রোববার, বিকাল ৫টায় পরীবাগ সংস্কৃতি বিকাশকেন্দ্রে খ্যাতিমান সাংবাদিক দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কথাশিল্পী মোস্তফা কামাল-এর লেখা বঙ্গবন্ধুকে নিয়ে ‘ত্রয়ী’ উপন্যাস অগ্নিমানুষ, অগ্নিপুরুষ, অগ্নিকন্যা বই নিয়ে দ্বিতীয় বইআড্ডার আয়োজন করেছে। এবারের বইআড্ডায় প্রধান অতিথি থাকছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, এবং বিশেষ অতিথি থাকবেন কথাশিল্পী সেলিনা হোসেন।

বই নিয়ে আলোচনা করবেন নজরুল ইন্সটিটিউটের পরিচালক মানিক মোহাম্মদ রাজ্জাক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও লেখক তুহিন ওয়াদুদ, কথাসাহিত্যিক স্বকৃত নোমান। শ্রাবণ বইগাড়ি মুজিব বর্ষ উপলক্ষে মোট ৪০টি বই নিয়ে এই আড্ডার আয়োজন করবে। ৬ অক্টোবর হচ্ছে দ্বিতীয় বইআড্ডা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান