বন্যার ছড়া
বন্যার ছড়া
মোঃ ইদ্রিস আলী

আষাঢ় মাসের বাদলা দিনে,
    আকাশ থেকে মেঘ নামিয়ে,
    বৃষ্টি আসে রিমঝিমিয়ে।

বৃষ্টি পরে টাপুর টুপুর,
     ডুবল এবার নদী পুকুর।

উজান থেকে পানি বাড়ে,
    লোকে বলে বন্যা তারে।

বন্যার এসব কেমন ফন্দি,
   মানুষ হলো পানি বন্দি।

ফসল মাঠের চরম ক্ষতি,
    খাদ্যে হবে অসংগতি।

বন্যার এটি কেমন স্বভাব,
   লোকে পাবে যে খাদ্যভাব।

উজান ঢলের এ কোন মতি,
    পশু প্রাণির নেই যে গতি।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.