বরেণ্য লেখক, সাংবাদিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের ৯৪তম
জন্মদিন আজ মঙ্গলবার। এ উপলক্ষে রাজধানীর নারিন্দায় আলোচনা ও মিলাদ
মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোকনুজ্জামান খান দাদা ভাই কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা
পরিচালক, সওগাত ও বেগম পত্রিকার পরিচালক ও দৈনিক ইত্তেফাকের ফিচার এডিটর
ছিলেন। তিনি ১৯২৫ সালে ৯ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশায় জন্মগ্রহণ করেন। তিনি
হাট্টমা টিম, খোকন খোকন ডাক পাড়ি, আজব হলেও গুজব নয় গ্রন্থের প্রণেতা।