শাফিউল কায়েস, বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক তছলিম আহম্মদ- এর লেখা প্রথম বই “হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট” প্রকাশিত হয়েছে।
বইটি প্রকাশ করেছে ব্রাদার্স পাবলিকেশন্স, নীলক্ষেত, ঢাকা। “হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট” বইটি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং বিবিএ, এমবিএ ও হসপিটালিটি ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজমের শিক্ষার্থীদের পাঠ্যবই হিসেবে কাজে লাগবে বলে আশা করা হচ্ছে৷
বই সম্পর্কে তছলিম আহম্মদ জানান,
আশা করছি বইটি বিবিএ,এমবিএ ও হসপিটালিটি ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজমে’র শিক্ষার্থীদের কাছে খুবই গুরুত্ব পাবে এবং তাদের
সকল ক্ষেত্রে সহযোগী হিসাবে কাজ করবে৷অনেক গুরুত্বপূর্ণ বিষয় বইটিতে সুন্দর
ও সহজভাবে সংযুক্ত করা হয়েছে যাতে করে যেকোন শিক্ষার্থী সহজে যে কোন বিষয়
সম্পর্কে জানতে পারবে৷ সব থেকে আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে বইটি আমার
প্রথম প্রকাশিত বই৷
বইঃ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
লেখকঃ তছলিম আহম্মদ
প্রকাশনীঃ ব্রাদার্স পাবলিকেশন্স, নীলক্ষেত, ঢাকা৷
যে কেউ বইটি পড়তে চাইলে বা সংগ্রহ করতে চাইলে
বাংলাদেশের যেকোন লাইব্রেরিতে অর্ডার করলে’ই পাওয়া যাবে।