বাগান বিলাস - অরণী চাকমা অরু
বাগান বিলাস - অরণী চাকমা অরু

সবুজ স্বপ্নেরা লতিয়ে উঠেছিলো কেমন মোহন মায়ায়
আকাশটা জুড়ে ছিলো শুধুই নীল চাঁদোয়া
অজস্র স্বপ্নের বুনটে ঠাসা
হাওয়ারা দুলিয়েছিলো অরূপ দোলাচলে
বলেছিলো সাতটা আসমান জোড়া হবে ভালোবাসা
সে এক অন্য পৃথিবী জেনো।
একমুঠো অলীক আশার বীজ হাতে গুঁজে দিয়েছিলো সে আগামী অনিশ্চিত জেনেও
আলোছায়ার মেকী আঙিনা জুড়ে তবু অজস্র ফুটেছিলো আশার ফুলেরা রঙে রঙে হোকনা গন্ধহীন,
এ শুধুই খেলা ছিলো তার অবসরের
নিছক ছক কাটা
অবলীলায় তাই সরাতে পারে সে সবই একপাশে
যাও, অন্য হাত ধরে সাত আসমান খোঁজো।
যেন বললেই সব অলীক মুছে যাবে
মনের দাগগুলো কাটাকুটি করা যেতো যদি,
কিংবা মুছে ফেলা যেতো কষ্টহীন, অনুশোচনাহীন ইরেজারে।

নোনা জলে কি সব ধোয়া হয়? হয়নাতো
তাই কিভাবে বয়ে গেছে চিহ্ন রেখে যায় পিছে
শুধু অচেনা পথটুকু দীর্ঘতর হবে কেবলই
সবুজের রঙ ভুলে যাবো শেষে আর
স্বপ্নেরা তো চিরকালই বিবর্ণ রঙহীন,
একদিন এই বিবর্ণ স্বপ্নগুলোই কাঁদাবে তাকে
পাগলের মতো খুঁজে বেড়াবে সে প্রিয়মুখ
শেষ তারাটি নিভে গেলে ছায়াপথে।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.