-বাচিক শিল্পী তাপস রায়
তাপস রায়। জন্ম পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলায়। বাচিক শিল্পী হিসেবে কাজ করছেন ২৫বছর এর বেশী ।আকাশবাণী কলকাতা কেন্দ্রে যুববানী প্রচার তরঙ্গ এ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। কলকাতা দূরদর্শন -এ কবিতা পাঠ ও ভাষ্যপাঠ এ সুখ্যাতিপ্রাপ্ত। ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এর কলম্বাস শহরে ও ২০০৯ সালে আটলান্টা শহরে অনুষ্ঠিত বঙ্গ মেলাতে সাফল্যের সাথে কবিতার পারফরমেন্স।
শেষবার ঢাকায় কবিতা বলেছেন সেবা এর অনুষ্ঠানে আর নারায়ণগঞ্জের পুরাতন পাতা এর অনুষ্ঠানে। বাংলাদেশের কুমিল্লা ও নীলফামারিতে অনুষ্ঠান করেছেন গতবছর। কলকাতার এই পরিচিত আবৃত্তি শিল্পীর অ্যালবামের সংখ্যা ২৮.। জনপ্রিয় বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় এর সাথে বহু এলবামে কাজ করেছেন। সুরকার কল্যাণ সেন বরাট এর পরিচালনায় দুই বাংলার সৌহার্দ নিয়ে নির্মিত "একই আকাশ একই বাতাস" এলবামে কাজ করেছেন শ্রীকান্ত আচার্য,শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শুভমিতা,মনোময় ভট্টাচার্য দের সাথে।প্রকাশিত ভিডিও এলবাম "স্বরবর্ণ "। একক এলবাম "ভালো থেকো দেখা হবে"।
এ বছরের গোড়ায় প্রকাশিত হয়েছে তিনটি নতুন এ্যালবাম -"ভালোবাসার মমি" , "এক বিকেলের কথা" এবং " বিসর্জনের সুর" । মঞ্চসফল অনুষ্ঠান শ্রাবণী সেন এর সাথে
" বৈকালীর গান",প্রসার ভারতী আয়োজিত "শ্রুতিনাটক উৎসব"।ভারত সরকারের অর্থানুকূল্যে নির্মিতি সিনেমা রবীন্দ্রনাথ এর "বলাই" এ পাঠ জনপ্রিয়তা পেয়েছে। পরিচালিত তথ্যচিত্র -নৌ বিদ্রোহ, জগদীশ চন্দ্র,রাশিয়ার চিঠি(যৌথ)। দি ডোভার লেন মিউজিক কনফারেন্স এর ১১ বছরের সঞ্চালক। সঞ্চালক ছিলেন পণ্ডিত রবিশংকর এর কলকাতার শেষ কনসার্ট এর।বাচিক শিল্পের দল- কথাবৃতা এর কর্ণধার। পেশায় সরকারি কর্মচারী।