বাদল মেহেদী'র কবিতা
কবি : বাদল মেহেদী
কবিতা ও পরকীয়া
তোমাকে শোনানোর আগে কিছু কবিতা সেন্সর করে নেই
কিছু কবিতা পরিমার্জিত করি
ভাষাও বদলে ফেলি
কিছু কবিতা পরকীয়ায় দেই বলি।
অহর্নিশ প্রেমের দোলায় আমি যখন টালমাটাল
হৃদয়ের ভাষা প্রেমের আবেগে চলে
আমার কলম যখন পরকীয়া খোঁজে
তুমি এসে বলো, পরকীয়া কাকে বলে?
কবিরা পরকীয়া বোঝে
কবিতায় খোঁজে পরকীয়া
তুমি তাকে অস্পৃশ্য ভাবো
আমি ভাবি মরমিয়া।
কিছু কবিতা না হয় অলিখিতই থেকে যাক
কিছু কবিতার না হয় অকাল মৃত্যু হোক
কিছু কবিতা না হয় সেন্সর করে নেই
কিছু কবিতা বেঁচে থাকুক পরকীয়াতেই।