বিপ্লব মাজীর তিনটি কবিতা
বিপ্লব মাজীর তিনটি কবিতা

কবি : বিপ্লব মাজী

 

হেমন্ত


 

চোখের তারায়

                       খুঁজছো নক্ষত্র

অথচ নক্ষত্র ছিল

তোমার  দুচোখে

 

অন্ধকারে ফিরে

                        প্রবহমান নদী

একে অন্যের ওপর

শতাব্দী পার হতে বয়ে চলে

 

প্রকৃতির আলোরপাখি

                  ঝরে পড়া পাতা ,

ডানা ভেঙে পড়ে আছে

হেমন্তের পথে

 

অদূরেই শীত

কুয়াশার মেঘ নিয়ে

অভিমানে ভেসে আছে . . .


 

গোলকধাঁধা

  

 

তুমি যা সত্যি বলে জানো

               মিথ্যে হতে পারে ,

তুমি যা মিথ্যে বলে জানো

                সত্যি হতে পারে ,

        গোলকধাঁধায় পড়ে

                      তুমি ভাবতে পারো :

সত্যি বা মিথ্যে বলে

                       কিছু হ্য় না , কিছু নেই

যা সত্যি মিথ্যে হতে পারে

যা মিথ্যে সত্যি হতে পারে

অথবা

সত্যি মিথ্যে দুটোই হতে পারে ,

কেননা

শব্দ দুটি অভিধানে আছে

 

আর প্রতিদিনই

           সত্যি মিথ্যের দশচক্রে

                      আমরা , মাথা ঘুরছে

মনে হচ্ছে

কবেই মরে ভূত হয়ে গেছি

অথচ

একথা সত্যি না , মিথ্যাও না . . .


 

রূপকথার ধনতন্ত্র


ধনতন্ত্র

সবসময়েই

রূপকথার গল্প বলে

 

যেমন

আ্ডাম স্মিথের অদৃশ্য হাত,

কুজনেৎস কার্ভ

 

ধনতন্ত্র

সবসময়েই

রূপকথার সমুদ্র

 

যেখানে

ঢেউয়ের দোলায়

সব নৌকোই ভেসে চলে...



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান