কন্ঠশিল্পী ও সংগীত শিক্ষক সুমন মুহাম্মদ হাফিজ বেস্ট মিউজিশিয়ান অব দ্যা ইয়ার ২০২৩ Best Musician of The Year 2023 (Singer & Musician) AWARD পেলেন।
গত ২৩ ডিসেম্বর ২০২৩, এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ চিন মৈত্রেয় সম্মেলন কেন্দ্রে বিভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনলাইন জরিপের মাধ্যমে মাননীয় বিচারকমন্ডলী দীর্ঘদিন যাবত কয়েকটি ধাপে কাজটি শেষ করেন।
প্রতি বছরের মত এই ফ্যাশন এক্সপো এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে মিরর ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ম্যাগাজিন। যার মূল স্পন্সর ছিলো জোলা (ZOLA)। সুমন মুহাম্মদ হাফিজ নজরুল সংগীত নিয়ে অনার্স ও মাস্টার্স করেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে।
সেখানেই তিনি কর্মরত আছেন। পাশাপাশি তিনি একাডেমিতে শিশু কিশোরদের নিয়ে কাজ করেন।
তিনি নজরুল সংগীত ও আধুনিক বাংলা গানে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির একজন তালিকাভূক্ত কন্ঠশিল্পী। তিনি অনলাইনে গানের পাঠশালা চ্যানেলের মাধ্যমে ফ্রি সংগীত শিক্ষা প্রদান করে চলেছেন দীর্ঘদিন যাবত। তার চারটি একক অডিও অ্যালবাম, সম্পাদিত গ্রন্থ "সংগীতের সৃজনশীল ধারা ও অনুশীলন", কয়েকটি ইউটিউব চ্যানেল এবং মিউজিক ভিডিয়োসহ সকল কালচারাল অনলাইন অ্যাক্টিভিটিজ সংস্লিষ্ট জুরি বোর্ড বিবেচনা করে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন বলে শিল্পী জানান।