ছবি : গ্রন্থের প্রচ্ছদ ও কবি সানাউল্লাহ সাগর
পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হয়েছে সানাউল্লাহ সাগরের কবিতার বই ‘মাথার এপ্রোন’। এটি তার ৪র্থ কবিতার বই। এরআগে ‘সাইরেন’, ‘অলৌকিক স্বপ্নের যৌথ বিবৃতি’, ‘কালো হাসির জার্নাল’ নামে তিনটি কবিতার বই প্রকাশ হয়। এছাড়াও ‘গুহা’ নামে উপন্যাস প্রকাশিত হয়েছে।
‘মাথার এপ্রোন’ বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। আল নোমানের প্রচ্ছদে ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে ঢাকার কাটাবনে অনুপ্রাণনের শো’রুম ও অনলাইন বিপণনমাধ্যম রকমারি ডটকমে।
বইয়ের বিষয়ে জানতে চাইলে সানাউল্লাহ সাগর বলেন, ‘মাথার এপ্রোন অস্থির ছবি কিংবা অসংখ্য মৃত্যু-মিছিলের বিবর্তিত স্কেচ। সময়ে লেখা কবিতা থেকে তুলনামূলক একটু দীর্ঘ। সময় নিয়ে নিজেকে পোড়ার জন্য কয়লাও হতে পারে! স্থির অথবা চূড়ান্ত অস্থির। যে অস্থিরতায় ডুবে ডুবে আবিষ্কার করা যায় আত্মপরিচয়।’
সানাউল্লাহ সাগর ‘আড্ডা’ ও কীর্তনখোলা’ নামে দু’টি লিটলম্যাগ সম্পাদনা করেন। এছাড়াও ‘এই সময়ের নির্বাচিত গল্প’ নামে একটি গল্পগ্রন্থ সম্পাদনা করেছেন।