ভুঁইফোঁড় - আবুল খায়ের
কবি : আবুল খায়ের
দূর থেকে ভেসে আসে মোয়াজ্জিনের
সুমধুর আযান--
ঘুম ভেঙ্গে মৃত প্রায় শরীর জেগে ওঠে
নব উদ্যমে, তাকিয়ে দেখি অবাক
দিনের শেষে বন্ধ লেনদেন
কী পেলাম হিসেব একদম শতভাগ।
পাখিদের কূজন নেই, আছে ঝিঁঝিঁ পোকার ডাক
নয়ন জুড়ানো জোনাকীর আলো নেই
দূর থেকে ভেসে আসা শেয়ালের হাঁক
ক্লান্ত শরীর বিছানায় হেলান দিয়ে ভাবছি
করার ছিল অনেক কিছু
আফসোস!
সে হিসেব নিতে নেইতো কেহ পিছু।
সন্ধ্যা গড়িয়ে রাত, অশান্তির যত পাপ
বস্তির টোকাই আর
ভাসমান কপাল পোড়াদের,
রাত গড়িয়ে ফের ভোর
শান্তির নীড়ে যত সব ভুঁইফোঁড়।