 
							
সালাহ উদ্দিন মাহমুদ, ঢাকা :
২০০৯ সালে ‘লাল’ শিল্পীগ্রুপের যাত্রা শুরু হয়। শিল্পের মাধ্যমে দেশের
মানুষের সাংস্কৃতিক সচেতনতা উত্তরণের লক্ষ্যে এই গ্রুপের শিল্পীরা কাজ করে যাচ্ছেন। ঢাকার দক্ষিণ শাহাজাহানপুর
এলাকায় অবস্থিত আলো আর্ট স্কুলের সাথে ‘লাল’
    শিল্পীগ্রুপ গত প্রায় পাঁচ বছর ধরে নানা শিল্পকর্মকান্ডের আয়োজন
করে আসছে। 
আন্তর্জাতিক প্রদর্শনির আয়োজন, পহেলা বৈশাখ উদযাপন সহ নানা কর্মকান্ডের মাধ্যমে প্রায় সারাবছর ব্যাস্ত থাকে এই আর্ট স্কুল ও ‘লাল’ এর শিল্পীরা। শিশুকিশোরদের শিল্পশিক্ষার উদ্দেশ্যে ‘আলো’ আর্ট স্কুলের যাত্রা শুরু হলেও বর্তমানে অত্রএলাকায় শিল্পসাংস্কৃতিক চর্চার গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে পরিচয় লাভ করেছে এই শিল্পকেন্দ্রটি।
শিল্পকে সমাজে নানা স্তরে পৌছে দেবার জন্য এই স্কুল এবং ‘লাল’ গত কয়েকবছর ধরে আয়োজন করছে নানা কর্মশালারও, এরই ধারাবাহিকতায় আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে আয়োজন করতে যাচ্ছে পেপার পাল্প এর শিল্প তৈরির কর্মশালা ‘মন্ডের শিল্প’। দ্বিতীয়বারের মত হতে যাচ্ছে স্কুলের এমন কর্মশালা।
পেপারকে মন্ডের মত বানিয়ে তা দিয়ে ধীরে ধীরে কিভাবে নান্দনিক শিল্পবস্তুতে রূপান্তরিত করা যায় তারই পক্রিয়া দেখানো হবে এই কর্মশালায়। কর্মশালা চলবে দুই পর্বে। প্রথম পর্বে মন্ড দিয়ে শিল্পবস্তুর রূপগঠন করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে রং ও অন্যান্য উপকরণ দিয়ে শিল্পবস্তুর রূপবিন্যাস করা হবে।
কর্মশালাটি পরিচালনার দায়িত্বে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। রেজিষ্ট্রেশান চলবে আগামী ৩০ অক্টোবর ২০১৮ পর্যন্ত। যে কোন বয়সের আগ্রহী ব্যক্তি এই কর্মশালাতে অংশগ্রহণ করতে পারবে। যোগাযোগের জন্য - বশিরউল্লাহ মজুমদার ০১৬১৬৭৩৮১১১, ০১৯১৪৭৩৮১১১
