মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ
মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ

মহানায়িকার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বহু তারকা থেকে সাধারণ মানুষ স্মরণ করছেন বাঙালির হৃদয়ে চিরসবুজ ইমেজ নিয়ে ঠাঁই নেয়া সুচিত্রা।

হেডমাস্টার বাবা করুণাময় দাশগুপ্ত আর মা ইন্দিরা দেবীর পঞ্চম সন্তান তিনি। স্বপ্নের নায়িকা সুচিত্রার আসল নাম রমা দাশগুপ্ত। বাবা ডাকতেন ‘কৃষ্ণা’ নামে।

পড়াশুনা করেছেন পাবনারই দু’টো স্কুলে। সাংস্কৃতিক আবহেই বেড়ে ওঠেছেন তিনি। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তীব্র আকর্ষণ ছিল তার।

ত্রিশ বছরেরও বেশি সময় ধরে নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখার পর ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোকগমন করেন এই মহানায়িকা।

শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে সময়কে জয় করার জন্য প্রতিটি দশকে থাকে সময়ের চেয়ে এগিয়ে থাকা শিল্পী। তার প্রতিভা আর মেধা দিয়ে তিনি অন্যদের থেকে এগিয়ে যান, সমকালিন সময়কে উতরে তিনি পৌঁছে যান অদূর ভবিষ্যতের কোনো জৌলুসময় গন্তেব্যে। তিনিই মহৎ শিল্পী। তারপর হয়তো সময়ই তাকে মহা নায়িকা, মহা শিল্পী, কিংবদন্তী ইত্যাদি নামে অবিহিত করে।

বাংলার মহানায়িকা খ্যাত সুচিত্রা সেনও তেমনি একজন। নিজের সৃজনক্ষমতায় অভিনয় দিয়ে তিনি শুধু তার সমকালিন সময়ের গণ্ডিই অতিক্রম করেননি, বরং পৌঁছে গেছেন আরো দূর। বহুদূরের পথে। যে পথ সত্যি সত্যিই শেষ হওয়ার নয়…!



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান