মাননীয় মহারাজা - আলম দীন

মাননীয় মহারাজা
তোমার কপালে রাজটীকা দেখে আমার
ভিখারী সাজা ।
জন্ম তোমার 'পূণ্য ভরা'
ঐ মসনদ আলোকিত করা
তোমার নয়নে আলো ঝলমল,আমার নয়ন ভেজা ।
তোমার বিলাসী দিন,
তোমার প্রাসাদ ঝলকিত করা,আজন্ম মোর ঋণ ।
আমি গড়ে দেই ইটের স্বপন
যেখানে তুমি করেছ বপন
তোমার ক্ষমতা,প্রতাপ এবং শাসন ক্ষমতা দিন ।
তোমার হুকুমদারি
আরেক রাজায় শোনেনা,কেবল প্রজারা মানতে পারি ।
আমার বিহনে তুমি নও রাজা
তবে কেন দাও জুলুমের সাজা
অধিকার কেড়ে কেউ টিকে নাই,টিকে নাই জারিজুরি ।