মায়া সিরিজের কবিতা - ইসমত শিল্পী
কবি : ইসমত শিল্পী
মায়া- ৩
যেতে হলে যাও
সাথে করে নিয়ে যাও ক্ষণিক বিরহ-রোদ
খানিক উত্তাপ; দৃষ্টির বৈভব
সত্য কারুকাজ
পাহাড়ের গা বেয়ে প্রেমিক পাথরের দল
রোদ, ঝড় উপেক্ষা করে ভোর দেখে রোজ
রেখে যায় একাকি বিশ্বাস
অল্প বিস্তর শিশির ছুঁয়ে যায় ভোর
কুয়াশায় মেশে
বিবক্ষা সাপদের সাথে পরকীয়া করে মেঘ
তাকায় সাগরে।
ভুলে যেতে চাই-
পাহাড়ের পাদদেশে ভালোবেসে স্নানে নেমেছিলো
তপস্বীনী হরিয়াল...