মুদ্রায় কিনি বেদনার ঘর - শফিক জামান
							
							
								 
							 
							
							
							
								
							
							
								
						
					 
							প্রয়াত কবি : শফিক জামান
 এতোটা দামি শূণ্যতার পাহাড়, রোদ আর ঘাম
 এমনকি নোনা জলও; আজন্ম লোভাতুর আমি
 বেদনা কিনবো বলে জমিয়েছি মুদ্রা  সকল
 আনি, সিকি, আধুলি আরো কতো... ।
 একদা জেনেছি ঈশ্বরও খুব বেদনা ভালোবাসেন
 সেই থেকে জল পান করি, হেটে বেড়াই
 আর নিত্য খুঁজে ফিরি বেদনার ঘর।
 ফুলের কাছে আমার কোন ঋণ নেই
 থাকবার কথাও নয়, জানো তুমি
 ঈশ্বর আলাপনে জানি  
 জমানো মুদ্রায় দিব্যি আছি
 হেসে খেলে চলি বেদনার বাড়ি।
