মেঘলা দিনে কবিকণ্ঠে কবিতা পাঠ
মেঘলা দিনে কবিকণ্ঠে কবিতা পাঠ

ছবি : অনুষ্ঠানের


কবিতার আসরকে কেন্দ্র করে এক হয়েছিলেন একঝাঁক কবি। মেঘলা দিনে মিষ্টি হাওয়ায় দোলতে থাকা বিকেলে তাদের কণ্ঠে বাজলো নানা স্বাদের কবিতার সুর।

গতকাল শনিবার, বিকেল ৫টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ৪র্থ তলায় হয়ে গেল কবিতা পাঠের এই আসর।

ব্রাত্য ক্রিয়েশনের আয়োজনে নির্বাচিত কবিদের নিয়ে কবিতা নিয়ে এই আসর অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

কবি ও চলচ্চিত্রকার মাসুদ পথিকের সভাপতিত্বে সেখানে প্রধান আলোচক ছিলেন কবি অসীম সাহা। তিনি কবি ও কবিতা নিয়ে সমকালীন জীবন যাত্রার উপর আলোকপাত করেন। আলোচক হিসেবে আরও ছিলেন কবি ফারুক মাহমুদ, কবি বিমল গুহ ও কবি আমীর খসরু স্বপন।

নির্বাচিত কবিতা পাঠ করেছেন কবি রুবী রহমান, কবি নূহ-উল আলম লেনিন, কবি গৌরাঙ্গ মোহান্ত, কবি চঞ্চল আশরাফ, কবি বদরুল হায়দার, কবি শামীম রেজা, কবি সাখাওয়াত টিপু, কবি মাহবুব মিত্র, কবি আহমেদ শিপলু, কবি স্নিগ্ধা বাউল ও কবি গিরীশ গৈরিক।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান