বইয়ের প্রচ্ছদসহ কবি
অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে কবি, গবেষক ও অধ্যাপক উপল তালুকদারের কবিতার বই গালিবের খিস্তিখেউড়। গ্রন্থটিকে অনেকেই গালিবের কবিতার অনুবাদ মনে করলেও এটি মূলত মৌলিক কবিতার বই।
নামের এমন বিভ্রম বিষয়ে কবি উপল তালুকদার বলেন, গালিবের কোনো কবিতাকে অথবা কবিতার লাইনকে আশ্রয় না করেও গালিবের মনোলোক, কবিভাষা এবং তাঁর চিন্তার ভরকেন্দ্রের সমান্তরাল দূরত্বে স্থাপিত একটি স্বতন্ত্র অবস্থান থেকে আমি এই কবিতার বইটি লিখেছি। এতে গালিব-মৌলবাদীরা আহতবোধ করতে পারেন; তবে আমি গালিবকে হেয় করার জন্য নয়, তার প্রতি শ্রদ্ধাসিক্ত হয়েই গ্রন্থটি রচনা করেছি।
স্মর্তব্য যে, বইয়ের ৫৬টি কবিতার কোথাও মির্জা গালিবের কোনো কবিতার কোনো লাইন অনুবাদ, মূলাশ্রিত ভাবানুবাদ, স্বাধীন অনুবাদ, এমনকি ছায়া অনুবাদও করা হয়নি। সাহিত্যের পরিভাষায় একে সমান্তরাল লিখন বলা যেতে পারে।
গালিবের খিস্তিখেউড় প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা চন্দ্রবিন্দু। বইটির প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ। মুদ্রিত মূল্য ১৬০ টাকা।