মেলায় খালেদ হোসাইন এর নতুন বই ‍" চাই জল একফোঁটা "
মেলায় খালেদ হোসাইন এর নতুন বই  ‍" চাই জল একফোঁটা "

চাই জল একফোঁটা গ্রন্থের প্রচ্ছদ

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উপলক্ষে কবি, শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক খালেদ হোসাইন এর নতুন বই ‍" চাই জল একফোঁটা" প্রকাশিত হয়েছে । গ্রন্থটি প্রকাশ করেছেন এ সময়ের সুনামধণ্য প্র্রকাশনা সস্থা অনিন্দ্য প্রকাশ । প্রচ্ছদ করে জনপ্রিয় প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ ।  সকল পাঠকের কথা মাথায় রেখে গ্রন্থটির মূল্য  ধরা হয়েছে মাত্র ১৫০/- টাকা ।  গ্রন্থটি পাওয়া যাচ্ছে বইমেলার মাঠে অনিন্দ্য প্রকাশ –এ প্যাভিলিয়ন নাম্বার-৩

কবি, শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক খালেদ হোসাইন। ১৯৬৪ সালের ২০ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজেলপুরে তাঁর জন্ম। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন নারায়ণগঞ্জে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। সাহিত্যের বহুমুখী অঙ্গনে তাঁর সফল বিচরণ। শিশুদের জন্য তিনি লিখেছেন ছড়াগ্রন্থ : ‘হাউমাউ’, ‘বৃষ্টি যদি আসে’, ‘লেজ’, ‘একা একা বানান শেখা’, ‘পায়রা উড়ে যায়’ প্রভৃতি। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘ইলামিত্র ও অন্যান্য কবিতা’, ‘শিকার-যাত্রার আয়োজন’, ‘জলছবির ক্যানভাস’, ‘পাতাদের সংসার’। এ ছাড়া রয়েছে গবেষণাগ্রন্থ ‘মীর মশাররফ হোসেন : জীবন ও পরিবেশ’, ‘আধুনিক বাংলা সাহিত্য প্রসঙ্গ’, ‘মীর মশাররফ হোসেনের জমীদার দর্পণ : বিষয় ও শৈলী’ ইত্যাদি। সাহিত্যের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন : ‘আবুল হাসান স্মৃতি পুরস্কার-১৯৮৮’, ‘শ্রুতি সম্মাননা-২০১২’, জীবনানন্দ পুরস্কার-২০১৪, দাগ সাহিত্য পুরস্কার-২০১৬। 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান