গ্রন্থের প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিসরীয় লেখকের আরবি ভাষায় লেখা বইয়ের বাংলা সংস্করণ পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। ‘শেখ হাসিনা : যে রূপকথা শুধু রূপকথা নয়’ শিরোনামে বইটি অনুবাদ করে বইমেলায় প্রকাশ করেছে বাংলা একাডেমি।
মিসরের সাংবাদিক ও লেখক মোহসেন আল আরিশি আরবি ভাষায় বইটি লেখেন। যেখানে লেখক মুখবন্ধে লিখেছেন, আরবি ভাষায় এমন বই এই প্রথম। বইটিতে প্রথম শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে শেখ হাসিনার হাতে ‘বাংলাদেশ’ নামক ভূখণ্ডের পবিত্র উত্থান নিয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনার জীবন বিস্ময়কর ও বন্ধুর ঘটনাবলিতে পরিপূর্ণ। এসব ঘটনাবলি হৃদয়বিদারক ও নিদারুণ। এসব ঘটনা মনের ওপর চিরস্থায়ী দাগ কেটে যায়। পুরনো মিসর ও গ্রিসের ঐতিহ্য এবং পুরাণে আমরা এ ধরনের গল্প শুনেছি। মাতৃভাষা ও জাতির আত্মপরিচয়কে রক্ষা করতে বাঙালি জাতি যা করেছে তা এককথায় ব্যতিক্রমী।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, বইটি অনুবাদ করেছেন বাংলা একাডেমির অনুবাদ, পাঠ্যপুস্তক ও আন্তর্জাতিক সংযোগ বিভাগের উপ-পরিচালক ইসফানদিয়র আরিওন। ২৯৬ পৃষ্ঠার বইটিতে ৫৩টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ‘শেখ হাসিনার জন্মগ্রহণ’-এ বর্ণনা করা হয়েছে ‘জন্মের ইতিহাস’। পুরো বইয়ে শেখ হাসিনার বিভিন্ন সময়ের রাজনীতি, দেশ পরিচালনা, তার জীবন ও কর্ম বিস্তারিত তুলে ধরা হয়েছে।
পহেলা ফেব্রুয়ারি থেকেই বাংলা একাডেমির পাঁচটি প্যাভিলিয়ন ও স্টলে বইটি শতকরা ২৫ ভাগ কমিশনে বিক্রি করা হচ্ছে। মূল্য ৬০০ টাকা। বইটির প্রকাশক বাংলা একাডেমির অনুবাদ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান। প্রচ্ছদ এঁকেছেন সালেহ আল বোরস।