মেলায় প্রধানমন্ত্রীকে নিয়ে বই
মেলায় প্রধানমন্ত্রীকে নিয়ে বই

গ্রন্থের প্রচ্ছদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিসরীয় লেখকের আরবি ভাষায় লেখা বইয়ের বাংলা সংস্করণ পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। ‘শেখ হাসিনা : যে রূপকথা শুধু রূপকথা নয়’ শিরোনামে বইটি অনুবাদ করে বইমেলায় প্রকাশ করেছে বাংলা একাডেমি।

মিসরের সাংবাদিক ও লেখক মোহসেন আল আরিশি আরবি ভাষায় বইটি লেখেন। যেখানে লেখক মুখবন্ধে লিখেছেন, আরবি ভাষায় এমন বই এই প্রথম। বইটিতে প্রথম শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে শেখ হাসিনার হাতে ‘বাংলাদেশ’ নামক ভূখণ্ডের পবিত্র উত্থান নিয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনার জীবন বিস্ময়কর ও বন্ধুর ঘটনাবলিতে পরিপূর্ণ। এসব ঘটনাবলি হৃদয়বিদারক ও নিদারুণ। এসব ঘটনা মনের ওপর চিরস্থায়ী দাগ কেটে যায়। পুরনো মিসর ও গ্রিসের ঐতিহ্য এবং পুরাণে আমরা এ ধরনের গল্প শুনেছি। মাতৃভাষা ও জাতির আত্মপরিচয়কে রক্ষা করতে বাঙালি জাতি যা করেছে তা এককথায় ব্যতিক্রমী।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, বইটি অনুবাদ করেছেন বাংলা একাডেমির অনুবাদ, পাঠ্যপুস্তক ও আন্তর্জাতিক সংযোগ বিভাগের উপ-পরিচালক ইসফানদিয়র আরিওন। ২৯৬ পৃষ্ঠার বইটিতে ৫৩টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ‘শেখ হাসিনার জন্মগ্রহণ’-এ বর্ণনা করা হয়েছে ‘জন্মের ইতিহাস’। পুরো বইয়ে শেখ হাসিনার বিভিন্ন সময়ের রাজনীতি, দেশ পরিচালনা, তার জীবন ও কর্ম বিস্তারিত তুলে ধরা হয়েছে।

পহেলা ফেব্রুয়ারি থেকেই বাংলা একাডেমির পাঁচটি প্যাভিলিয়ন ও স্টলে বইটি শতকরা ২৫ ভাগ কমিশনে বিক্রি করা হচ্ছে। মূল্য ৬০০ টাকা। বইটির প্রকাশক বাংলা একাডেমির অনুবাদ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান। প্রচ্ছদ এঁকেছেন সালেহ আল বোরস।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান