মোশাররফ মাতুব্বর এর ৫টি কবিতা
মোশাররফ মাতুব্বর এর ৫টি কবিতা
মানুষ ও পাখি

 

শান্তির পেয়ালায় মানুষের রক্ত স‍্যুপ কতটা সুস্বাদু (?)
ততটাই হয়তো যতটা হলে আরাকান জ্বলে
খুব তেষ্টা পেয়েছে বুঝি, কিছুটা ক্ষুধার্ত;
তবে চেটেপুটে খাও নাড়িভুঁড়ি,
মানুষের পুরো শরীর

রক্ত স্নানে কতটা সূঁচি
কতটা পাপ মুছি;

বুকের ভেতর সহজেই বিঁধে লোভের চকচকে জিভ
ফিনকি দিয়ে ঝড়ে পড়ে অজস্র রক্ত জবা ফুল
ধর্মের রুজু বেঁধে দিয়েছে মগজ,
তোমাদের পথ, তোমাদের মত পাঠ করিনি বলে;
আমি কী মানুষ নই (?)
আমি ও মানুষ!

পূঁজিবাদী বাজারে কম্পাস ঘঁষে ঘঁষে হিসেব কষো,
আঁকো বৈষম্যের মানচিত্র
তাই দেখে এই পাহাড়ী ভূমির সব পশুপাখিদের ডেকে ছিলাম,
আমাদের পাশে থাকো, দীর্ঘ মিছিলে স্লোগান তুলো;
সবাই থমকে দাঁড়ালো,
শুধু পাখিরা ঘৃণা ভরে বলে উঠলো
মানুষের পাশে দাঁড়াবো নারে!
তারচেয়ে কাঁটাতারের সীমান্ত ছাড়া মুক্ত আকাশে বাঁচি

 

ধর্ম ও শরণার্থী

 

আমি যখন ঈশ্বর বন্দনা করছিলাম প্রেমিকা আমার হাসছিল,কেননা ও জানতো কার্যসিদ্ধি হলে ভুলে যাই আমি মিথ্যে বলি!!!
জীবহত্যা এখন মহোৎসব,ধর্মের আড়ালে ধর্ম;
ধর্ষণের আগে ও একগুচ্ছ প্রেম প্রেম খেলা হয়,
তারপর বেওয়ারিশ লাশ

উদ্বাস্তু মানুষের মিছিল,
বাস্তুহারা এই মানুষেরা ও কারো কারো শিকার!
ওপারে মংডু সহ অজস্র গ্রাম আজ আগ্নেয়গিরি,
এপারে অনিশ্চিত জীবন

আমি ঈশ্বরকে সব বলতে চেয়েছি
কিন্তু ঈশ্বর দেখি রঙমহলের বাঈজীতলায়

 

সূর্যগ্রহণ

 

পেরুনোর কিছু নেই,
এই শহর,এই রাষ্ট্র,ভেতরে থাকা মানুষ;
লুটরাজ আর রগকাটা জল্লাদের বেষ্টনীর ভেতর
সূর্যের আলোয় দুষ্টু গ্রহের ছায়া,
অদ্ভুত অন্ধকারে ছেয়ে যাচ্ছে রাজ‍্যপট
সূর্যগ্রহণ চলছে সময়ের মানচিত্র জুড়ে
সুবোধরা মৃত্যুর মুখোমুখি,
বেড়ে চলে অন্ধ লোভীদের মিছিল


ভালোবাসার স্বরুপ

 

অজস্র পশ্চিম অজস্র পুব সহস্র উত্তর সহস্র দক্ষিণ থেকে ধেয়ে আসছে অদ্ভুত অন্ধকার,
আমার বারান্দা জুড়ে টুকরো টুকরো চাঁদ
আঙ্গিনায় ভেসে যাচ্ছে চাঁদকুমার,সোনাবানের রুপকুমার ;
বুর্জোয়া রাষ্ট্রের মগজ পঁচা জল
লুটপাটে মুখ থুবড়ে পড়ে থাকা কোষাগার
অথচ আমার চোখে মদের পেয়ালায় ভেসে থাকা বরফ টুকরো
বেশ‍্যাতলার রুপকথার হাত ঝিলিক দিয়ে উঠা এক পেগ মদ
ভালোবাসার বাঁধ কেটে দিলে!
আমি ভেসে যাই মরণ জলে
তবে কী ভালোবাসা একান্ত ই আমার

সমস্ত স্বপ্নের পথ ঢেকে দিয়ে জেগে ওঠে মৃত্যু ফরমান
ভেতরে ভেতরে বেড়ে উঠছে ধ্বংসের তালিকা
মুখোশের আড়ালে রাজনীতির সাপ

এভাবেই বাঁচি প্রতিরাত প্রতিদিন
তোমাদের এই স্বর্গ নামের নরক রাজ্যে

 

অজস্র অপরাধ

 

নারীরা এখন এদেশে ধর্ষকদের উদ‍্যত শিশ্নের ছায়ার নীচে বাস করছে
খায়েস হলে নিজ কন্যাকে ও ধারাবাহিক ধর্ষণ করে;
এদেশ এখন ধর্ষকদের অভয়ারণ্য
পুরুষ অপরাধে বিবর্তিত হতে হতে হয়ে ওঠে ধর্ষক
রাষ্ট্র তার নিরাপদ পানশালা

কোন কোন অপরাধ কে আমলে নেবে !

জমি দখল !
ব‍্যাংক দখল!
একজন জলজ‍্যান্ত মানুষ অদৃশ্য হওয়ার!
একটি শিক্ষা ব‍্যবস্থার রুগ্নতা!

কোন কোন অপরাধ কে আমলে নেবে!

রিজার্ভ ফান্ডের টাকা চুরি!
ঋনের নামে ব‍্যাংক লুট!
বিচারহীন মৃত্যু!

অজস্র অপরাধ ছেয়ে গেছে দেশ

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান