মোড়ক উন্মোচিত হলো কাব্যগ্রন্থ "কথার সুতোয় সেলাই করি আগামী স্বপ্ন"
মোড়ক উন্মোচিত হলো কাব্যগ্রন্থ "কথার সুতোয় সেলাই করি আগামী স্বপ্ন"

আজ সন্ধ্যায়,-প্রথম আলো বন্ধুসভা কর্তৃক আয়োজিত-সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো একুশে গ্রন্থমেলায় ২০২০- মোড়ক উন্মোচিত হলো।।

কথার সুতোয় সেলাই করি আগামী স্বপ্ন। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কবি ও প্রকাশক মামুন সুলতান, উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আলম লিডিং ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান,কবি জালাল জয়, কবি জসীম আল ফাহিম, জসিম বুক হাউজের স্বত্বাধিকারী প্রকাশক জসিম উদ্দিন সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।

কবি ফাহমিদা ইয়াসমিন এর প্রকাশিত বইগুলো- 'স্বপ্নচারী মন';( কাব্যগ্রন্থ) 'নীলিমার প্রেম'( কাব্যগ্রন্থ) 'শংকা সময়ের নিষিদ্ধ ধ্বনি' ( কাব্যগ্রন্থ) ডায়েরির শেষ পাতা' (উপন্যাস); 'ফুল ফুটে পাখি উড়ে' ( শিশুতোষ ছড়ার বই) 'বিদ্রোহী বিক্ষোভ' ( কাব্যগ্রন্থ)। অস্তিত্বের বিষণ্ণ দেয়াল(কাব্যগ্রন্থ) কাব্যগ্রন্থ কথার সুতোয় সেলাই করি আগামী স্বপ্ন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান